অন্যান্য খবর

একলাফে ৭০২ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র! সরকারি কর্মীদের মুখে ফুটল চওড়া হাসি

Advertisement

ফের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। একলাফে অনেকটা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল সরকারি কর্মীদের। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সরকারের ঘোষণার ফলে পকেট ভরায় মুখের হাসি চওড়া হয়েছে সরকারি কর্মীদের। বর্তমানে দেশবাসী মূল্যবৃদ্ধির প্রকোপে নাজেহাল। এহেন বাতাবরণে বেতন বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা। আপাতত সবার নয়, নির্দিষ্ট কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে কর্মরত এক্সিকিউটিভ ও সুপারভাইজারদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। সম্প্রতি নোটিশ দিয়ে বিস্তারিত জানিয়েছে সরকারের পাবলিক এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট। যে সকল কর্মীদের বেসিক পে ৩৫০০ টাকা পর্যন্ত, সেই সকল কর্মীদের ডিএ বেড়েছে ৭০১.৯ শতাংশ। অতএব তাঁদের বেতনও যথেষ্টই বৃদ্ধি পাবে। পাশাপাশি, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অন্যান্য লেভেলের বেসিক পে-র আওতায় থাকা কর্মীদেরও সংশোধন করা হয়েছে। এদের মধ্যে কেউ ৫২৬.৪ শতাংশ, কেউ ৪২১.১ শতাংশ, আর কেউ ৩৫১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

আরও পড়ুনঃ ভোট মিটতেই ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। চলতি জুলাই কিংবা পরের মাসে ফের ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আর আশাতেই বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। সামনের বছর লোকসভা ভোট। মনে করা হচ্ছে, তার আগেই বড় কোনোও ঘোষণা করতে পারে মোদী সরকার।

ডিএ বাড়াল কেন্দ্র

Related Articles