অন্যান্য খবর

7th Pay Commission: খুশির খবর! সপ্তম বেতন কমিশন নিয়ে এই আপডেটটি জানেন কী?

Advertisement

সপ্তম বেতন কমিশন নিয়ে খুশির খবর দিল কেন্দ্র। দেশের সেনাকর্মীদের জন্য এল এই সুখবর। সম্প্রতি ২০২৩ সালের ১৯ জুন একটি সার্কুলার পেশ হয়েছে। সেখানে জানানো হয়েছে, এবার থেকে দেশের প্রতিরক্ষা বিভাগের সেনা কর্মীরা ‘হাউজ বিল্ডিং অ্যাডভান্স’ বা এইচবি-এর সুবিধা পেতে চলেছেন। খবর পেতেই হাসি ফুটেছে সেনাকর্মীদের মুখে।

কেন্দ্রের তরফে প্রকাশিত সার্কুলারে বলা হয়েছে, সপ্তম পে কমিশন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি বিবেচনা করে হাউজিং বিল্ডিং অ্যাডভান্সডের বিদ্যমান প্রকল্পটিকে আরও উদারীকরণের সিদ্ধান্ত নিয়েছেন দেশের রাষ্ট্রপতি। এই সুবিধা পেতে চলেছেন ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার কর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭-১৮-এর আর্থিক বছরের পরের সময়ের জন্য হাউজিং বিল্ডিংয়ের অগ্রিম সুদ হবে ৮.৫০ শতাংশ। তবে, অর্থ মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হবে ও প্রতি তিন বছর পরপর সুদের হার নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ একলাফে ৫০ শতাংশ হবে মহার্ঘ ভাতা

প্রসঙ্গত, সূত্রের খবর, অতি শীঘ্রই অষ্টম বেতন কমিশন আনার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। পরের বছর লোকসভা ভোট। তার আগেই সিদ্ধান্ত জানাতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, জুলাইতে ডিএ বৃদ্ধির সম্ভাবনায় এখন দিন গুনছেন কর্মীরা। এই ডিএ বাড়তে পারে প্রায় ৪ শতাংশ। মুদ্রাস্ফীতির প্রকোপে নাজেহাল ভারতবাসী এখন কেবল কেন্দ্রের সিদ্ধান্ত আশার অপেক্ষারত।

7th Pay Commission

Related Articles