এসএসসি দুর্নীতিকান্ডে এবার কড়া বার্তা দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে নির্দেশ অবিলম্বে নবম, দশম শ্রেণীর ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। চব্বিশ ঘণ্টার মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) এর নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর আগে প্রকাশিত নবম, দশম শ্রেণীর নিয়োগ তালিকায় ছিল প্রায় তেরো হাজার জন প্রার্থীর নাম। এর পরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে এসএসসি মেধাতালিকার নীচে থাকা প্রার্থীদের নিয়োগ করেছে। অন্যদিকে নিয়োগ পাননি যোগ্য প্রার্থীরা। বিষয়টি নিয়ে মামলা চলে আদালতে। সংশ্লিষ্ট মামলায় এর আগেই এসএসসি জানায় প্রায় ১৮৩ জন ভুয়ো প্রার্থীর হদিশ পাওয়া গেছে। যারা মেধাতালিকার নীচে থাকা সত্ত্বেও নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন। এরপরই এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসির উদ্দেশ্য নির্দেশ দেয় অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এই ১৮৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে।
আরও পড়ুনঃ টেট এডমিট কার্ড কি ভাবে ডাউনলোড করবেন
[quads id=10]
এই ১৮৩ জন প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশের সাথে বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের উদ্দেশ্যে জিগ্যেস করেন, উল্লেখিত প্রার্থীদের মধ্যে কতজন বর্তমানে চাকরি করছেন? একই সাথে তিনি প্রশ্ন তোলেন, এই বেআইনি সুপারিশের খোঁজ পাওয়ার পর ঠিক কি ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, বাতিলের জন্যই বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে! জানা যাচ্ছে, হাইকোর্টের এহেন নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে স্কুল সার্ভিস কমিশন। এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, দুর্নীতি রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে স্থগিতাদেশ জোগাড়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য! যা নিঃসন্দেহে বিস্ময়কর। পরিবর্তে রাজ্যের উচিত দুর্নীতির বিপক্ষে গিয়ে আদালতকে সাহায্য করা।







