কেন্দ্রীয় সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ক্লার্ক, ফরেস্ট গার্ড, স্টোর কিপার, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 1/FRI/GC/2022
পদের নাম- Multi Tasking Staff (MTS)
মোট শূন্যপদ- ২২ টি।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম- Lower Division Clerk/ Forest Gaurd/ Drive
মোট শূন্যপদ- ১১ টি। (Lower Division Clerk-5, Forest Gaurd-2, Drive-4)
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
পদের নাম- Steno Grade-II
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যে সায়েন্স সিটিতে নিয়োগ
[quads id=10]
পদের নাম- Store Keeper
মোট শূন্যপদ– ২ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
বয়স- উভয় প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Technician (Lab Research/ Field)
মোট শূন্যপদ- ২৩ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Technician (Maintenance)
মোট শূন্যপদ- ৬ টি।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Technical Assistant (Para Medical)
মোট শূন্যপদ- ৭ টি।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন দেয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ২০ ডিসেম্বর, ২০২২ থেকে ১৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Computer Based Exams -(Stage-I), Descriptive Paper-(Stage-II) and Skill/Trade Test (Stage-III) -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification (Short): Download Now
Apply Now: Click Here








