ভারত সরকারের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর তরফে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 2-8/WCCB/2022/3735
পদের নাম– Head Constable
মোট শূন্যপদ- ১৫ টি।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে লাইট হাউসে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Additional Director, Wildlife Crime Control Bureau, trikoot-1, Bhikaji Cama Place, New Delhi- 110066
আবেদনের শেষ তারিখ- ৯ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- কলকাতা, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here








