আগামী ১৪ই মার্চ থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে জানানো হয়েছে পরীক্ষার্থীদের। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ কবে হবে তা জানিয়ে দিল সংসদ।
শুক্রবার সাংবাদিক বৈঠকের আয়োজন করে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১০ জুনের মধ্যে প্রকাশ পাবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই সময়কেই চূড়ান্ত সময় হিসেবে ধরা হচ্ছে। তাঁর কথায়, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের চেষ্টা করা হবে।
চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ
[quads id=10]
সংসদ সভাপতি জানান, রাজ্যের ৭০০০ টি বিদ্যালয়ের মধ্যে প্রায় ২৩০০ টি বিদ্যালয়ে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। গোটা পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে অত্যন্ত তৎপরতা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সহ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটর (আরএফডি) ব্যবহার করা হবে। এর সাথে থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। অতএব বোঝাই যাচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিকে কোনো প্রকার খামতি রাখতে নারাজ সংসদ।









