রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
এক নজরে
Bangla Sahayata Kendra Recruitment 2023
Employment No- 21-PAR (BSK)/ BSK-57/2022
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ- ২৯২২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- রাজ্যে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুল ছাত্রাবাসে কর্মী নিয়োগ
[quads id=10]
Bangla Sahayata Kendra Online Apply 2023
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা Webel Technology Ldt -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- আবেদনের শুরু ও শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
চাকরির খবরঃ ক্যালকম ভিশন লিমিটেডে নিয়োগ
Bangla Sahayata Kendra Selection Process 2023
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান– পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হবে।
[quads id=10]
Official Notification: Download Now
Apply Now: Click Here









