চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

UGC NET: প্রকাশ পেল ইউজিসি নেট পরীক্ষার ‘অ্যানসার কি’! চ্যালেঞ্জ জানাবেন কিভাবে? জেনে নিন

---Advertisement---

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে প্রকাশ করা হলো ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার ‘অ্যানসার কি’। পরীক্ষাটি আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এর মাধ্যমে ‘অ্যানসার কি’ চেক করতে পারবেন।

অ্যানসার কি দেখবেন কিভাবে?

১) পরীক্ষার ‘অ্যানসার কি’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার ‘অ্যানসার কি’ ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর স্ক্রিনে সংশ্লিষ্ট অ্যানসার কি দেখতে পাবেন।
৪) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

প্রকাশিত অ্যানসার কি সম্বন্ধে কোনোও বক্তব্য থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। চ্যালেঞ্জ জানানো যাবে অনলাইন মারফত। সময়সীমা আগামী ২৫ শে মার্চ ২০২৩ পর্যন্ত। সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ২০০/- টাকা অর্থমূল্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের। চ্যালেঞ্জ জানানোর পদ্ধতিটি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

চাকরির খবরঃ IGNOU -তে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 

প্রসঙ্গত, ইউজিসি নেট পরীক্ষাটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। সূত্রের খবর, অতি শীঘ্রই জানা যাবে চূড়ান্ত ফলাফল। এছাড়া পরীক্ষার বিষয়ে আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Official Notification: Download Now

ANM & GNM Book 2023

FB Join

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ