দুর্নীতির অভিযোগ থাকায় তিন দফায় ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যে সোমবার সংশ্লিষ্ট নির্দেশের দুটির মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্বস্তিতে চাকরি বাতিলের নির্দেশ পাওয়া ১৯৯ জন প্রাথমিক শিক্ষক।
২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করে ২০১৭ তে চাকরি পান ২৬৯ জন প্রাথমিক শিক্ষক। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছরের ২৩শে ডিসেম্বর ৫৩ জন ও ৪ই জানুয়ারি নাগাদ ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এরপরই চাকরি হারানো শিক্ষক, শিক্ষিকারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ হাইকোর্টের নির্দেশের সাথে ভিন্ন মত পোষণ করেন।
চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
[quads id=10]
সোমবার ছিল সংশ্লিষ্ট মামলার শুনানি। মামলার একটিতে ৫৩ ও অপরটিতে ১৪৬ জন মিলিয়ে মোট ১৯৯ জনের আবেদন শোনার পর হাইকোর্টের নির্দেশে সর্বোচ্চ আদালত স্থগিতাদেশের নির্দেশ দিল। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জেকে মহেশ্বরীর বেঞ্চ এই নির্দেশ দেন। সূত্রের খবর, আগামী ১২ই এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু মামলা রয়েছে। সেই সকল মামলার সাথে এই মামলাটির বিস্তারিত শুনানি হতে পারে।







