ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে পরবর্তী পরীক্ষাগুলির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের (২০২৪) সালের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে ইউপিএসসি (UPSC)। সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in)-এ গিয়ে দিনক্ষণ দেখে আসতে পারেন প্রার্থীরা।
ইউপিএসসি (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি, মেইন, ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। ২০২৪ সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ২৬ মে (রবিবার)। ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইনস পরীক্ষায় বসতে পারবেন।
আরও পড়ুনঃ মে মাসের সমস্ত চাকরির খবর
[quads id=10]
এছাড়া, ইউপিএসসির ক্যালেন্ডারে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশন, ইন্ডিয়ান ফরেস্ট সায়েন্টিস্ট এক্সামিনেশন, কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস এক্সামিনেশন এই পরীক্ষাগুলির তারিখেরও প্রকাশ করা হয়েছে। প্রতি বছর এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। আগ্রহীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে বিস্তারিত দেখে আসতে পারেন।
Official Website: Download Now







