চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 | WBBSE Madhyamik Routine 2024 PDF Download

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024: 2024 সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? 2024 সালের মাধ্যমিক পরীক্ষা কটা থেকে শুরু হবে, বিস্তারিত তথ্য পাবেন আজকের পোস্টে। এদিন 19 মে, 2023 তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। WBBSE Madhyamik Routine 2024

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা 2024
বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরু2 ফেব্রুয়ারি, 2024
পরীক্ষা শেষ12 ফেব্রুয়ারি, 2024
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbbse.wb.gov.in

2024 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল  9 টা 45 মিনিট থেকে বিকেল 1 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 9 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ। ঠিক সকাল 10 টায় ঘন্টা বাজবে, তারপর উত্তর লেখা শুরু করতে হবে।

[quads id=10]

মাধ্যমিক সাজেশন ২০২৪ ডাউনলোড 

মাধ্যমিক রুটিন ২০২৪ (Madhyamik Routine 2024)

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
তারিখবিষয়
2 ফেব্রুয়ারি, শুক্রবারপ্রথম ভাষা
3 ফেব্রুয়ারি, শনিবারদ্বিতীয় ভাষা
5 ফেব্রুয়ারি, সোমবারইতিহাস
6 ফেব্রুয়ারি, মঙ্গলবারভূগোল
8 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গণিত
9 ফেব্রুয়ারি, শুক্রবারজীবন বিজ্ঞান
10 ফেব্রুয়ারি, শনিবারভৌত বিজ্ঞান
12 ফেব্রুয়ারি, সোমবারঐচ্ছিক বিষয়

WBBSE Madhyamik Routine 2024 PDF Download

মাধ্যমিক রুটিন 2024

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নীচের বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। কবে কি কি পরীক্ষা হবে, বিস্তারিত জেনে নিন।

[quads id=10]

Madhyamik Routine Download: Click Here

join Telegram

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ