সম্প্রতি প্রকাশ পেয়েছে ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। এই সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের সাত জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এঁদের মধ্যে রাজ্যের সেরা শিলিগুড়ির চৈতন্য খেমানি। আগামীদিনে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা যাতে আরো সাফল্য আনতে পারেন ও তাঁদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার আগ্রহ বৃদ্ধি পায়, তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন।
নবান্ন সূত্রে খবর, ১৫ জন সদস্যের একটি বিশেষ দল বা টিম তৈরি করা হবে। এই টিমে থাকবেন রাজ্যের জেলায় জেলায় কর্মরত আইএএস (IAS), আইপিএস (IPS) ও ডব্লুবিসিএস (WBCS) অফিসাররা। রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে এই অফিসারেরা পড়ুয়াদের সিভিল সার্ভিসের প্রশিক্ষণ দেবেন ও তাঁদের অনুপ্রেরণা জোগাবেন। সম্প্রতি নবান্নের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে জেলাগুলিতে।
আরও পড়ুনঃ ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রথম চারে ‘চার কন্যা’
[quads id=10]
নবান্নের তরফে নির্দেশ, আগামী শনিবারের মধ্যে বিভিন্ন জেলার পনেরো জনের টিমের তালিকা তৈরি করে তা নবান্নে পাঠাতে হবে। এরপর, কোন স্কুল ও কলেজে অফিসারদের টিম যাবেন, তা সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের তরফে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় সিভিল সার্ভিসের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার ইউপিএসসিতে রাজ্যের নজরকাড়া সাফল্যের পরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নবান্ন।
[quads id=10]







