ডাক্তারি পড়ুয়াদের স্নাতকোত্তরে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষার আয়োজন করা হয় তা হল নিট পিজি (NEET PG)। সারা দেশে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রচুর ছাত্রছাত্রী প্রতিবছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, দেশে নিট পিজি (NEET PG) পরীক্ষাটি উঠে যাচ্ছে। এবছরই সম্ভবত শেষবারের জন্য আয়োজিত হবে এই পরীক্ষা।
সূত্রের খবর, নিট পিজির বদলে পড়ুয়াদের স্নাতকোত্তরে ভর্তির জন্য অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ বা ‘নেক্সট’। গোটা দেশের মেডিক্যাল পড়ুয়াদের পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির জন্য ২০২৪ সালে থেকেই ‘নেক্সট’ পরীক্ষার আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, যে সমস্ত পড়ুয়ারা বিদেশে মেডিক্যাল স্নাতক পাশ করেছেন, তাঁরা যদি ভারতে এসে প্র্যাকটিস করতে চান, তবে তাঁদের জন্য নেক্সট-এ স্ক্রিনিং পরীক্ষার আয়োজন হবে। সূত্রের খবর, ‘নেক্সট’ পরীক্ষা সংক্রান্ত আইন কার্যকর হওয়ার তিন বছরের মধ্যেই পরীক্ষাটি চালু হওয়ার কথা। যেহেতু এই আইনটি ২০২০ তে পাশ হয়েছে, সেহেতু ২০২৩-এর ডিসেম্বর অথবা ২০২৪-এ ‘নেক্সট’ পরীক্ষা আয়োজনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞেরা।
আরও পড়ুনঃ রাজ্যে চালু হবে একজোড়া নতুন মেডিক্যাল কলেজ
সম্ভবত পরীক্ষাটি আয়োজিত হবে দুইভাগে। যেখানে নেক্সট-১ টি হবে থিওরি ও নেক্সট-২ হবে প্র্যাকটিকাল। ২০২৪-এর ডিসেম্বরে ‘নেক্সট’-এর আয়োজন করা হলে ২০১৯-২০ ব্যাচের ডাক্তারি পড়ুয়াদের এই পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার ফলাফল অনুসারে স্নাতকোত্তরে ভর্তি হবেন তাঁরা।
 
				            
 
         
			
 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		