কারেন্ট অ্যাফেয়ার্স- ৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 8 March 2020

কারেন্ট অ্যাফেয়ার্স- ৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 8 March 2020: ভারত এবং US এর মধ্যে 1200 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তির মাধ্যমে VVIP প্লেন গুলিকে মিসাইলের হাত…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স- ৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 8 March 2020:
  • ভারত এবং US এর মধ্যে 1200 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তির মাধ্যমে VVIP প্লেন গুলিকে মিসাইলের হাত থেকে রক্ষার জন্য প্রটেকশন সুট কিনবে ভারত।
  • চিফ ইনফর্মেশন কমিশনার (CIC) হলেন বিমল জুলকা। তিনি ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। 
  • দিনদয়াল অন্তদয় যোজনা এবং National Urban Livelihoods Mission (DAY-NULM) এবং অ্যামাজনের মধ্যে মউ স্বাক্ষরিত হলো। এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) হাতে তৈরি জিনিসপত্র অ্যামাজন এর মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন।
  • The Badminton World Federation (BWF) 2020, এশিয়া চ্যাম্পিয়নশিপ- এর স্থান পরিবর্তন করল। চীনের ইউহান থেকে ফিলিপিন্সের ম্যানিলাতে এটি অনুষ্ঠিত হবে। এই খেলা অনুষ্ঠিত হবে 21 থেকে 26 এপ্রিল 2020 পর্যন্ত।
  • পুমা (PUMA) কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর।
  • পরপর 5 বছর ধরে বিশ্বের NGO গুলির মধ্যে এবছরও প্রথম স্থানে থাকলো Bangladesh Best International Development Organisation (BRAC). 1972 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার ফাজলে হাসান আবেদ।
  • করোনা ভাইরাসের কারণে 21 তম International Indian film Academy Awards (IIFA) স্থগিত রাখা হলো। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশের ইন্দোর এবং ভোপালে, 27 থেকে 29 মার্চ 2020.
  • খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অনুষ্ঠিত হতে চলেছে জম্মু এবং কাশ্মীরের গুলমার্গে। শুরু হবে 7 মার্চ থেকে। পাঁচ দিনের এই খেলায় প্রায় 900 প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আয়োজনে জম্মু এবং কাশ্মীর স্পোর্টস কাউন্সিল, সহায়তায় ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইউথ আফেয়ার্স অন্ড স্পোর্টস।
  • করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8.3 বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career