2019 সালের 10 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন গোটা রাজ্য জুড়ে 33000 শূন্যপদে কর্মী নিয়োগের কথা। সেইমতো 29 আগস্ট রাজ্যের অর্থ দপ্তর স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ প্রকাশ করলেও তারপরে এই নিয়োগ নিয়ে কোন তৎপরতা নেই রাজ্য সরকারের। এই 33000 শূন্যপদে কর্মী নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ডেপুটেশন দিল ‘পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ’।
এদিন বৃহস্পতিবার, দুপুর 12 টা থেকে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। 33000 শূন্যপদে নিয়োগের দাবির পাশাপাশি আরও কয়েক দফা দাবিতে ডেপুটেশন দিয়েছে চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ
[quads id=10]
ডেপুটেশনে যেসব দাবিগুলি জানানো হয়েছে,
- খুব শীঘ্রই 33000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
- নতুন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগর বিজ্ঞপ্তি দিতে হবে।
- প্রতিটি পরীক্ষার ফলাফলের পর ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে।
- বর্তমানে বিডিও হিসাবে কর্মরত প্রশান্ত বর্মন -এর চাকরি বাতিল করতে হবে।
- ফুড সাব-ইন্সপেক্টর, ফায়ার অপারেটর নিয়োগে দুর্নীতি কেন?
- প্রতিমাসে পরীক্ষার সিডিউল প্রকাশ করতে হবে।
[quads id=10]

আরও পড়ুন: রাজ্যে ৩৩ হাজার কর্মী নিয়োগের আপডেট
এইসব দাবিতে রাজ্যজুড়ে সমস্ত চাকরিপ্রার্থীদের তরফে পিএসসির অফিসে ডেপুটেশন দিয়েছে ‘পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ”।
[quads id=10]






