দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় যোগ্য প্রার্থীদের নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর-সহ বিস্তারিত তথ্য সমূহ। দীর্ঘ আট বছরের করা কাটিয়ে নিয়োগ প্যানেল প্রকাশ হতে মুখে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের।
মেধাতালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই নিয়োগ শুরুর প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ কবে থেকে শুরু হবে তা নিয়ে সংশয় দানা বাঁধছে চাকরিপ্রার্থীদের মনে। সূত্রের খবর, প্যানেল প্রকাশিত হলেও এখনই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। কারণ নিয়োগ শুরুর আগে কমিশনকে হাইকোর্টের থেকে অনুমতি নিতে হবে। উচ্চ আদালতের তরফে অনুমতি মিললে তারপর কাউন্সেলিং শুরু করতে পারবে এসএসসি। সেইমতো নিয়োগপত্র পাবেন যোগ্য প্রার্থীরা।
আরও পড়ুনঃ কর্মসংস্থান বাড়াতে নতুন পোর্টাল খুলছে রাজ্য সরকার
[quads id=10]
প্রসঙ্গত, মোট চোদ্দ হাজার শূণ্যপদের ঘোষণা করা হলেও ১৩ হাজার ৩৩৪ জন প্রার্থীকে প্যানেলে জায়গা দিল কমিশন। একাধিক বিষয়ে যোগ্য প্রার্থী পায়নি এসএসসি। সম্প্রতি কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সবকিছুকে মাথায় রেখে প্যানেল প্রকাশ করা হয়েছে। তবে কবে থেকে নিয়োগ শুরু হবে তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের উপর।
SLST Upper Primary Panel List: Download Now
SLST Upper Primary Waitlist: Download Now
[quads id=10]







