জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য ও উল্লেখ করা হলো আজকের প্রতিবেদন।
Employment No.- DHFWS/UD/ADV/NHM/XV-FC/1479/23
পদের নাম- Community Health Assistant
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত নার্সিং কলেজ থেকে এএনএম অথবা জিএনএম কোর্স সম্পূর্ণ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। স্থানীয় ভাষা সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- ১৩,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ
[quads id=10]
পদের নাম- Hospital Attendant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- ১০,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবেই ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। রেজিস্ট্রেশন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদনপত্রের হার্ড কপি দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Chief Medical Officer of Health (Uttar Dinajpur), Karnajora, Raiganj, Uttar Dinajpur, Pin Code: 733130
আবেদনের শেষ তারিখ- ৪ অক্টোবর, ২০২৩।
চাকরির খবরঃ রাজ্যে ‘আয়ুষ’ প্রকল্পে কর্মী নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Apply Now







