ভারত সরকারের অধীনস্থ কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে কোল ইন্ডিয়া লিমিটেডের কলকাতার অফিসে। Advertisement No. 02/2021. Coal India Limited (Kolkata) Recruitment 2021.
এক নজরে
Coal India Limited Recruitment 2021
Post Details
[quads id=10]
পদের নাম- জেনারেল ম্যানেজার।
মোট শূন্যপদ- 1 টি।
বেতন- প্রতি মাসে বেতন 1,20,000/- থেকে 2,80,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 55 বছর পর্যন্ত।
পদের নাম- চিফ ম্যানেজার।
মোট শূন্যপদ- 3 টি।
বেতন- প্রতিমাসে বেতন 1,00,00/- থেকে 2,60,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 52 বছর পর্যন্ত।
পদের নাম- সিনিয়র ম্যানেজার।
মোট শূন্যপদ- 4 টি।
বেতন- প্রতিমাসে বেতন 90,000/- থেকে 2,40,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 48 বছর পর্যন্ত।
[quads id=10]
পদের নাম- ম্যানেজার।
মোট শূন্যপদ- 4 টি।
বেতন- প্রতিমাসে বেতন 80,000/- থেকে 2,20,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 44 বছর পর্যন্ত।
পদের নাম- ডেপুটি ম্যানেজার।
মোট শূন্যপদ- 5 টি।
বেতন- প্রতিমাসে বেতন 70,000/- থেকে 2,00,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 40 বছর পর্যন্ত।
[quads id=10]
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
মোট শূন্যপদ- 5 টি।
বেতন- প্রতিমাসে বেতন 60,000/- থেকে 1,80,000/- টাকা।
বয়স- বয়সের উর্ধ্বসীমা 36 বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
যেকোন শাখায় স্নাতক হতে হবে। প্রতিটি পদের জন্য কাজের অভিজ্ঞতা লাগবে। কমপক্ষে 4 থেকে 25 বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা অনুসারে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবে।
[quads id=10]
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্ট -এর মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। এবং আরোও একটি কপি csrecruitment.cil@coalindia.in এই ইমেল আইডি তে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী 19 এপ্রিল পর্যন্ত। আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.coalindia.in ওয়েবসাইট থেকে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To General Manager (Personnel/ Recruitment), COAL INDIA LIMITED, COAL BHAWAN, PREMISE NO-04-1111, AF-111, ACTION AREA-1A, NEW TOWN, RAJARHAT, KOLKATA- 700156
[quads id=10]
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে ইন্টারভিউর ঠিকানা, তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।







