পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এবার ১০ হাজার টাকার স্কলারশিপ দেবে রাজ্য সরকার। ইতোমধ্যে বাংলায় কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি একাধিক মেধা স্কলারশিপ চালু রয়েছে। এছাড়া, অনগ্রসর শ্রেণী পড়ুয়াদের জন্যও বেশ কিছু বৃত্তি চালু করেছে রাজ্য সরকার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারেন পড়ুয়ারা। তবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল রাজ্য সরকারের ‘নবান্ন স্কলারশিপের’ বিষয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন জানাবেন, কী আবেদন যোগ্যতা লাগবে, স্কলারশিপের টাকা কবে আসবে, সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
এক নজরে
নবান্ন স্কলারশিপ Nabanna Scholarship
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ স্কিম হলো ‘নবান্ন স্কলারশিপ’। রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ দরিদ্র মেধাবী পড়ুয়ারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। যে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানাতে পারেন না, তাঁদের জন্যই রয়েছে ‘নবান্ন স্কলারশিপ’। যে সমস্ত পড়ুয়ার স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে, তাঁরা ১০ হাজার টাকার বৃত্তি পাবেন।
স্কলারশিপের আবেদন যোগ্যতা
❖ নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
❖ আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
❖ পূর্ববর্তী পরীক্ষায় ৫০-৬০ শতাংশের কাছাকাছি নম্বর থাকতে হবে।
❖ আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ও সেই অ্যাকাউন্ট ডিটেলস আবেদনের সময় জমা করতে হবে।
[quads id=10]
নবান্ন স্কলারশিপে আবেদন পদ্ধতি
❖ স্কলারশিপের আবেদন জানানো যাবে সরাসরি অনলাইন পোর্টাল মারফত। সেক্ষেত্রে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
❖ ওয়েবসাইটে নতুন করে স্কলারশিপের আবেদন ও রিনিউয়াল করার অপশন পাবেন। সংশ্লিষ্ট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি ফিল আপ করে, ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
❖ সবকটি স্টেপ কমপ্লিট হলে স্কলারশিপটি সাবমিট করবেন। পরবর্তীতে স্কলারশিপের স্ট্যাটাস চেক করে জানতে পারবেন টাকা কবে অ্যাকাউন্টে আসবে।
[quads id=10]
নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক
❖ নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হলে www.cmrf.wb.gov.in সাইটে ভিজিট করতে হবে।
❖ সাইটের হোমপেজে ‘Applicant Services’ অপশনের অন্তর্গত ‘Check Application Status’ অপশনে ক্লিক করবেন।
❖ পরবর্তী ধাপে স্কলারশিপের রেজিস্ট্রেশনের সময় যে নম্বরটি দিয়ে পূরণ করা হয়েছিল, সেটি লিখবেন। নম্বরে একটি ওটিপি আসবে সেটিও নির্ভুলভাবে লিখবেন।
❖ এরপর ‘Security Code’ ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পরই স্ক্রিনে স্কলারশিপের স্ট্যাটাস দেখা যাবে। এই স্ট্যাটাস দেখে পড়ুয়া বুঝতে পারবেন তাঁর অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি রয়েছে কিনা, স্কলারশিপের টাকা কবে আসবে, ইত্যাদি তথ্যগুলি।








