অষ্টম শ্রেণী পাস করে চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় জেলা আদালতে পিয়ন, অর্ডারলি, গার্ড সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। জেনে নিন আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ বিবরণী।
পদের নাম- পিয়ন/ অর্ডারলি/ গার্ড।
শূন্যপদ- 98 টি।
বেতন- 50 টি পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 4,840/- থেকে 13,000/- টাকা ও সঙ্গে অন্যান্য। বাকি 48 টি পদের জন্য প্রতি মাসে বেতন 12,000/- টাকা।
[quads id=10]
More Job: ৫ হাজার ক্লার্ক পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বয়স- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ST, SC, PH প্রার্থী ও সরকারি কর্মচারীরা সর্বোচ্চ বয়সে 5 বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ও চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পোষ্টের মাধ্যমে বা সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী 5 মে বিকেল 5 টা পর্যন্ত।
[quads id=10]
More Job: মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The District & Sessions Judge, North Tripura, Dharmanagar
আবেদন ফি- জেনারেল প্রার্থীদের জন্য 200 টাকা এবং SC/ ST প্রার্থীদের জন্য 100 টাকা। আবেদনকারীকে ‘The District & Sessions Judge, North Tripura, Dharmanagar’ এর আনুকূল্যে একটি ক্রসড্ ব্যাংক ড্রাফ কাটতে হবে এবং এই নথিটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
More Job: ভারতীয় রেলে কর্মী নিয়োগ
[quads id=10]






