নতুন বছরের শুরুতেই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এল দারুণ সুখবর। উচ্চ শিক্ষায় বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করবে কোলগেট পালমোলিভ ইন্ডিয়া লিমিটেড। দেশের মেধাবী অথচ আর্থিক ভাবে অনগ্রসর পড়ুয়ারা যাতে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই এই স্কলারশিপ দেওয়া হয়। Keep India Smiling Foundation কোলগেট কোম্পানির একটি অ্যাসোসিয়েট সংস্থা যা প্রতি বছর এই স্কলারশিপ দিয়ে থাকে। চলতি বছরে কারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন, কত টাকা অবধি পাবেন আর্থিক সাহায্য, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি তথ্যগুলি জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
Colgate Keep India Smiling Scholarship Program 2024
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ প্রোগ্রাম হল Colgate Palmolive (India) Ltd এর একটি উদ্যোগ। এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর যে সমস্ত যোগ্যতা থাকার প্রয়োজন সেগুলি হল-
➥ আবেদনকারীকে ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
➥ আবেদনকারীর বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে হতে হবে।
➥ নূন্যতম ৬০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশ করতে হবে।
➥ আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ডেন্টাল সার্জারিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
➥ আবেদনকারীকে যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারী ইনস্টিটিউটে Bachelor of Dental Surgery বিষয় নিয়ে পাঠরত হতে হবে।
আরও পড়ুনঃ কোটাক কন্যা স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন
[quads id=10]
Colgate Scholarship Application Process
● নিজের ওয়েব ব্রাউজার থেকে গুগুল সার্চে “Colgate Keep India Smiling Scholarship Program” কথাটি লিখে সার্চ করুন।
● স্ক্রিনে প্রদর্শিত প্রথম ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন ।
● এবার ওপেন হওয়া ওয়েবসাইটে প্রদর্শিত “Apply Now” অপশনে ক্লিক করে নিজের আইডি রেজিস্টার করে ফেলুন।
● নির্দিষ্ট ওয়েব ফর্মে নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
● জরুরি নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
● ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ চেক বক্সে ক্লিক করে নিজের আবেদন সাবমিট করে দিন।
[quads id=10]
Colgate Scholarship Important Documents
● পাসপোর্ট সাইজের ছবি
● নাগরিক প্রমান পত্র
● মাসিক আয়ের প্রমানপত্র
● শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমানপত্র
● ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ের প্রথম পৃষ্ঠার কপি
● দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট
স্কলারশিপের টাকার পরিমান
প্রার্থীরা বাৎসরিক ৭৫,০০০/- টাকা সাহায্য হিসেবে পাবেন। এই টাকা কেবলমাত্র একাডেমিক, টিউশন ফি, হোস্টেল ফি, ল্যাপটপ, পাঠ্যপুস্তক ইত্যাদি জিনিসপত্র কেনার কাজে ব্যবহার করা যাবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারী, ২০২৪ তারিখের মধ্যে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।
যে কোনও প্রয়োজনে ইচ্ছুক আবেদনকারীরা 011-430-92248 এই টেলিফোন নম্বরে সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM -এর মধ্যে যোগাযোগ করতে পারবেন।








