WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
এক নজরে
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 39
1. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1872
[B] 1874
[C]1873
[D]1875
উত্তর: [D] 1875
2. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন?
[A] নেলী সেনগুপ্ত
[B] বাসন্তী দেবী
[C] ইন্দিরা দেবী
[D] উর্মিলা দেবী
উত্তর: [A] নেলী সেনগুপ্ত
3. হীরার উজ্জ্বলতার কারণ হল—
[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] অভ্যন্তরীনপূর্ণ প্রতিফলন
[D] বিচ্ছুরণ
উত্তর: [C] অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন
4. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল—
[A] হিলিয়াম
[B] ক্রিপটন
[C] জেনন
[D] রেডন
উত্তর: [D] রেডন
5. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়—
[A] নীল আলোয়
[B] কমলা আলোয়
[C] সবুজ আলোয়
[D] লাল আলোয়
উত্তর: [C] সবুজ আলোয়
6. ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
[A] 1930 সালে 26 শে জানুয়ারি
[B] 1937 সালে 1 লা এপ্রিল
[C] 1947 সালে 15 ই আগস্ট
[D] 1942 সালে 8 ই আগস্ট
উত্তর: [A] 1930 সালের 26শে জানুয়ারি
আরও পড়ুনঃ কম সময়ে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন
[quads id=10]
7. নীচের কোন্ গ্ৰন্থি থেকে ACTH নি:সৃত হয়?
[A] থাইরয়েড গ্রন্থি
[B] অ্যাড্রিনাল গ্রন্থি
[C] পিটুইটারি গ্রন্থি
[D] আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
উত্তর: [C] পিটুইটারি
8. কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয়?
[A] সিলভার নাইট্রেট
[B] পটাশিয়াম ব্রোমাইড
[C] সিলভার আয়োডাইড
[D] সিলভার ক্লোরাইড
উত্তর: [C] সিলভার আয়োডাইড
9. ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে বলা হয়—
[A] আইসোটপ
[B] আইসোবার
[C] আইসোটোন
[D] কোনোটিই নয়
উত্তর: [C] আইসোটোন
10. ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল?
[A] 1881
[B]1882
[C]1884
[D]1885
উত্তর: [A] 1881
11. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1909
[B] 1906
[C] 1916
[D] 1920
উত্তর: [B] 1906
[quads id=10]
12. রঙ্গিত কার উপনদী?
[A] রায়ডাক
[B] রাইমাটাং
[C] মহানন্দা
[D] তিস্তা
উত্তর: [D] তিস্তা
13. World Trade Organization (WTO) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] জেনেভা
[B] প্যারিস
[C] ওয়াশিংটন
[D] নিউইয়র্ক
উত্তর: [A] জেনেভা
14. শোন নদীর উৎস কি?
[A] যমুনোত্রী
[B] অমরকন্ট
[C] আরাবল্লী
[D] হিমালয়
উত্তর: [B] অমরকন্ট
15. কোন কম্পিউটার ভাষাটি সবথেকে পুরানো?
[A] FORTRAN
[B] ALGOL
[C] BASIC
[D] SNOBOL
উত্তর: [A] FORTRAN
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇








