প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 29 জানুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসাবে লাগাতার ৬ বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করবেন — অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
2. মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করলো — Maersk কোম্পানি
3. ভারতের প্রথম AI Unicorn কোম্পানির নাম হল — Kurtrim
[quads id=10]
4. Airbus কোম্পানির সাথে যৌথভাবে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে — Tata Company
5. আমেরিকার প্রথম স্টেট হিসেবে একজন জেলবন্দীকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে — আলাবামা
6. প্রবীণতম খেলোয়াড় হিসেবে পুরুষ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন ভারতের — রোহন বোপান্না
7. World Anti Doping Agency ‘র বিগত ১০ বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী — দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে আছে রাশিয়া
8. সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন চলচ্চিত্র অভিনেতা — মিঠুন চক্রবর্তী








