চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে ‘গ্রুপ- ডি’ পদে চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

রাজ্যের গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয়ের হোস্টেলে দুই ধরনের শূন্য পদে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ করা হবে। এই দুই পদে নিয়োগের জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম- Cook & Night Guard
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন- এই পদে কর্মরত প্রার্থীকে সাম্মানিক হিসেবে ৩৫০০/- টাকা দেওয়া হবে। হোস্টেলের ছাত্র সংখ্যা ৫০ জনের বেশি হলে মাসিক ৪০০০/- টাকা দেওয়া হবে।
বয়সসীমা- নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ

রাজ্যের স্কুলে 'গ্রুপ- ডি' পদে চাকরির সুযোগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর জন্য প্রতিবেদনের নীচে থাকা নোটিকিকেশন ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। নোটিশের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন। আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান- Office of the Additional District Magistrate (Dev.) Chamber, Alipurduar Room No. 608, 6 Floor Dooars Kanya, Integrated Administrative Building, Alipurduar

ইন্টারভিউর তারিখ- ৬ ফেব্রুয়ারি, ২০২৪।

আরও পড়ুনঃ চাকরি ও শিক্ষা জগতের সমস্ত খবর

রাজ্যের স্কুলে 'গ্রুপ- ডি' পদে চাকরির সুযোগ

[quads id=10]

Official Notification: Download Now
Official Website: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ