চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

COVID-19 হাসপাতালে কর্মী নিয়োগ, ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর COVID-19 হসপিটালে দু-মাসের চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। নিজের মোবাইলে ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে। কোন বিভাগে কত শূন্যপদ? বয়স ও শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে পারবেন আজকের এই পোস্ট থেকে।

পদের নাম- স্টাফ নার্স
শূন্যপদের সংখ্যা- ৫৮ টি
শিক্ষাগত যোগ্যতা- যেকোন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে GNM Nursing পাশ।
বয়স- প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

পদের নাম- ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান (Critical Care Technician)
শূন্য পদের সংখ্যা- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অপর দুই বছরের ডিপ্লোমা করতে হবে। সঙ্গে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি উপরে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা অথবা অংক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। BMLT ডিগ্রী অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করতে হবে । কম্পিউটার, Ms Office, Internet সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

[quads id=10]

বেতন- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রতিমাসে ১৭,২২০/- টাকা।

পদের নাম- মেডিকেল অফিসার (Genaral Duty)
শূন্যপদের সংখ্যা- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- MBBS পাশ।
বেতন- ৪০,০০০/- টাকা।

পদের নাম- মেডিকেল অফিসার সঙ্গে (CCU/ HDU)
শূন্যপদের সংখ্যা- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- MBBS পাশ সঙ্গে (CCU/ HDU) -এর ট্রেনিং করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৪০,০০০/- টাকা

পদের নাম- মেডিকেল অফিসার (Medicine).
শিক্ষাগত যোগ্যতা- MBBS, MD (Physician).
শূন্যপদের সংখ্যা- ৩ টি।
বেতন- প্রতিমাসে ৫০,০০০/- টাকা

[quads id=10]

পদের নাম- মেডিকেল অফিসার (Anaesthesia)
শূন্যপদের সংখ্যা- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- MBBS পাশ, সঙ্গে ভারত সরকার স্বীকৃত PG (Anaesthesia) কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৫০,০০০/- টাকা।

পদের নাম- মেডিকেল অফিসার (Respiratory Medicine)
শূন্যপদের সংখ্যা- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস , MD (Chest).

বয়স সীমা- উপরোক্ত প্রতিপদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। নিজের মোবাইলে ইমেলের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে পিডিএফ ফরমেটে নীচে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৭ মে ,২০২১ বিকেল পাঁচটা।

ইমেইল আইডি হল- dpcjhargram20tS@gmail.com

[quads id=10]

আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস লাগবে-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বয়সের প্রমাণপত্র।
  • ভোটার কার্ড অথবা আধার কার্ড।
  • মাধ্যমিক পরীক্ষা থেকে বাকি সমস্ত পরীক্ষার মার্কশীট।
  • মাধ্যমিক থেকে বাকি সমস্ত পরীক্ষার সার্টিফিকেট।

উপরোক্ত সমস্ত ডকুমেন্টস এর সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি আবেদনপত্রের সঙ্গে ইমেইলে পাঠাতে হবে।

বিস্তারিত জানতে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করুন।

Application form

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ