কলকাতা পুলিশ বিভাগের নতুন শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ২০০ ‘র বেশি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— 02/Emp/Estt/2024
পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ২২৫ টি। (UR- ১০০ টি, SC- ৫০ টি, ST- ১৪ টি, OBC- ৩৮ টি, EWS- ২৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে পড়ার এবং লেখার দক্ষতা রাখতে হবে এবং টাইপং স্পিড ভালো হতে হবে।
চাকরির খবরঃ রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— সাধারণভাবে ১৮ থেকে ৪০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। প্রার্থীরা আবেদন করার জন্য নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করবেন। অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুল ভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি আপলোড করে দেবেন। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি পুনরায় যাচাই করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ— ৪ এপ্রিল, ২০২৪।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Apply Now








