চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হল | WB Gram Panchayat Recruitment 2024

WB Gram Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগের প্রায় ১৯ প্রকার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (WBPRMS) নামক একটি পোর্টাল ওপেন করা হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে আবেদনকারীরা নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর শূন্যপদের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

ইচ্ছুক আবেদনকারীদের সবার প্রথমে নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে চাকরিপ্রার্থীদের।

  1. প্রথমে বৈধ মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে।
  2. এরপর বৈধ ইমেইল আইডি এন্ট্রি করতে হবে।
  3. এবার নাম, জন্ম তারিখ এবং জেন্ডার নির্বাচন করতে হবে।
  4. এখন নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  5. পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তিনি প্রদর্শিত ক্যাপচা কোড এন্ট্রি করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
  6. সবশেষে মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি নম্বর দিয়ে নিজের আইডি ভেরিফাই করে নিতে হবে।

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রতিটি পদের সিলেবাস ২০২৪

[quads id=10]

লগইন পদ্ধতি

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিজস্ব আইডি ক্রিয়েট হবে। এরপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

  1. লগইন করার জন্য প্রথমে নিজের রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে।
  2. এরপর রেজিস্ট্রেশন করার সময় তৈরি করা পাসওয়ার্ড লিখতে হবে।
  3. এবার স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোর্ড এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করলে প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হবে।
  4. প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর স্ক্রিনে প্রদর্শিত অপশন গুলি থেকে নিজেদের প্রোফাইল তৈরির পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
  5. প্রতিটি অপশনের পাশে এডিট বোতামে ক্লিক করে সংশ্লিষ্ট তথ্য গুলিপূরণ করতে হবে।

গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার ফ্রী মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇

গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হল

[quads id=10]

আবেদন পদ্ধতি

প্রোফাইল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রার্থীরা শূন্যপদ অনুযায়ী আবেদন জানাতে পারবেন। নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী বিভিন্ন শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করা যাবে।

  • প্রোফাইল তৈরি হওয়ার পর প্রার্থীরা নিজস্ব ড্যাশবোর্ডের ডানদিকে Recent Recruitment Drives নামে একটি টেবিল দেখতে পাবেন।
  • সংশ্লিষ্ট টেবিলে বিভিন্ন জেলার শূন্যপদের বিবরণ দেখা যাবে।
  • সংশ্লিষ্ট শূন্যপদের পাশেই Apply Now অপশন দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।
  • ওই অপশনে ক্লিক করে চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রতিটি অপশনের তথ্য সঠিকভাবে পূরণ করার পর অপশনগুলি লাল রং থেকে সবুজ রঙের হয়ে যাবে।
  • সমস্ত অপশনগুলি সবুজ রং হওয়ার পর Confirm and Save অপশন এ ক্লিক করে আবেদনটি সেভ করে নিতে হবে।
  • এরপর Declaration চেকবক্সে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • সবশেষে Application Preview & Submit অপশনে ক্লিক করলে আবেদনকারীর আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
  • এরপর প্রদর্শিত Download Application অপশনে ক্লিক করে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রের কপি ডাউনলোড করতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হল

➡️ Official Notification: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ