প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 11 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. 37 বছর বয়সে আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন — Simon Harris
2. এবারের বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম ছিল — Homeoparivar: One Health, One Family
3. ICC প্লেয়ার অফ দি মন্থ ফর মার্চ 2024 নির্বাচিত হলেন — Kamindu Mendis (পুরুষ), Maia Bouchier (মহিলা)
[quads id=10]
4. তামিলনাড়ুতে Aquatic Centre -এর উদ্বোধন করল — ইন্ডিয়ান কোস্ট গার্ড
5. নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে নিযুক্ত হলেন — মনোজ পান্ডা








