ক্লার্ক পিওন ও মজদুর পদে 23 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হাওড়া জেলার উলুবেরিয়া মিউনিসিপালিটি।
শূন্যপদের বিন্যাস-
ক্লার্ক 6 টি, পিওন 9 টি, মজদুর 8 টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
ক্লার্ক পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস। সঙ্গে কম্পিউটার এবং টাইপিং এর দক্ষতা থাকা দরকার।
পিওন ও মজদুর পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে। বাংলা অথবা হিন্দি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। সুগঠিত চেহারার অধিকারী হলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা-
বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01-08-2019 তারিখের হিসেবে।
বেতন-
ক্লার্ক পদের বেতন রয়েছে 5,400- 25,200/- সঙ্গে গ্রেড পে 2,600/-
পিওন ও মজদুর পদের বেতন 4,900- 16,200/- সঙ্গে গ্রেড পেয়ে 1,700/-
আবেদন পদ্ধতি-
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত ডকুমেন্টস একটি খামে ভরবেন। ওই খামের ওপর বিজ্ঞপ্তি নম্বর ও যে পদের জন্য আবেদন করেছেন ওই পদের নাম লিখে দেবেন।
আবেদন করার শেষ তারিখ-
22 শে আগস্ট 2019।
দরখাস্ত পাঠানোর ঠিকানা-
Chairman, Uluberia Municipality, O.T. Road, P.O.- Uluberia, Dist.- Howrah, Pin- 711316.
আবেদন পত্র ডাউনলোড করুন-