চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে কাঁচ গবেষণা কেন্দ্রে গ্রূপ- সি কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন

রাজ্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় বিভিন্ন গ্রূপ- সি পদে কর্মী নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করবে সেন্ট্রাল গ্লাস এন্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। আবেদন করতে আগ্রহী হয়ে থাকলে জেনে নিন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি। Council Of Scientific And Industrial Research–Central Glass And Ceramic Research Institute Recruitment 2021.

পদের নাম- জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ/ হিন্দি)
শূন্যপদ- 5 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটার বা স্টেনোগ্রাফিতে টাইপিং স্পিড থাকতে হবে। কম্পিউটার বা স্টেনোগ্রাফি ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন- পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 38,000/- টাকা।

পদের নাম- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)
শূন্যপদ- 7 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি শব্দ এবং হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন- পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 30,000/- টাকা।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করুন- ক্লিক করুন

[quads id=10]

পদের নাম- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A)
শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। একাউন্ট‍্যান্সি বিষয় হিসেবে থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি শব্দ এবং হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন- পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 30,000/- টাকা।

পদের নাম- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস্ অ্যান্ড পারচেস)
শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি শব্দ এবং হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন- পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 30,000/- টাকা।

[quads id=10]

পশ্চিমবঙ্গ CID -তে নিয়োগ- ক্লিক করুন

বয়স- জুনিয়ার স্টেনোগ্রাফার পদের জন্য বয়স হতে হবে 27 বছরের মধ্যে। জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস্ অ্যান্ড পারচেস) পদগুলির জন্য বয়স হতে হবে 28 বছরের মধ্যে। সর্বোচ্চ বয়সে ST/ SC প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়াও যারা বয়সে ছাড় পেয়ে থাকেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করা হবে 15/08/2021 তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.cgcri.res.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 15 অগাস্ট পর্যন্ত।

রাজ্যে কেন্দ্রীয় সরকারের চাকরি- ক্লিক করুন

আবেদন ফি- উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি 100 টাকা। ST, SC, PWD, মহিলা প্রার্থী, CSIR কর্মীদের কোনরকম আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের (নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি) মাধ্যমে।

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ