চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB NTPC Previous Year Question | NTPC বিগত বছরের প্রশ্নোত্তর

RRB NTPC Previous Year Question: কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) -এর পক্ষ থেকে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন RRB NTPC Previous Year Question সেট আপলোড করবে। পরীক্ষার্থীরা নিয়মিত এই Previous Year Question সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

RRB NTPC Previous Year Question Paper in Bengali 

RRB NTPC Recruitment 2024 -এর প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলির গুরুত্ত্ব অপরিসীম। NTPC পরীক্ষার বিভিন্ন বছরের বিগত বছরের প্রশ্নপত্র থেকে এই সেটগুলি তৈরী করা হয়েছে। পরীক্ষার্থীরা নিয়মিত ভাবে এই সেটগুলিকে ফলো করুন এবং বিগত বছরের প্রশ্নের ধরন বোঝার চেষ্টা করুন। রেলওয়ের যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।

RRB NTPC Previous Year Question PDF in Bengali

NTPC পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Previous Year Question সেটগুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Previous Year Question সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে।

RRB NTPC Previous Year Question Set – 1

1. আমাদের মানবদেহে _______ ধরনের পেশী আছে।

[A] 4
[B] 3
[C] 2
[D] 1

উত্তর: 3

2. _____হল পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর।

[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্যাটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার
[D] থার্মোস্ফিয়ার

উত্তর: ট্রপোস্ফিয়ার

3. সরীসৃপের অধ্যায়ন কে কি বলা হয়?

[A] এনটমোলজি
[B] হারপেটোলজি
[C] ম্যামালজি
[D] ইচথিয়োলজি

উত্তর: হারপেটোলজি

4. হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত?

[A] 60
[B] 62
[C] 65
[D] 58

উত্তর: 62

Railway NTPC পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- 

RRB NTPC Previous Year Question

[quads id=10]

5. ‘ভিটামিন সি’-এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হল—

[A] বেরিবেরি
[B] গয়টার
[C] রিকেট
[D] স্কার্ভি

উত্তর: স্কার্ভি

6. ‘হাফ ম্যারাথনে’ আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?

[A] 45 কিমি
[B] 41 কিমি
[C] 25 কিমি
[D] 21 কিমি

উত্তর: 21 কিমি

7. নিম্নলিখিত ক্রীড়া গুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল, কিন্তু বর্তমানে নয়?

[A] ব্যাডমিন্টন
[B] পোলো
[C] ধনুর্বিদ্যা
[D] বেসবল

উত্তর: পোলো

আরও পড়ুনঃ RRB NTPCপরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন

8. ‘স্বরাজ পার্টি’ কোন বছরে গঠিত হয়েছিল?

[A] 1923
[B] 1924
[C] 1922
[D] 1921

উত্তর: 1923

9. ‘উইকিপিডিয়া’র প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন ‘জিমি ওয়েলস’ অন্যজন হলেন—

[A] ল্যারি স্যাঙ্গার
[B] মার্ক জুকারবার্গ
[C] ল্যারি পেজ
[D] মার্ক সারম্যান

উত্তর: ল্যারি স্যাঙ্গার

10. ‘ব্যুরোক্রেসি’(Bureaucracy) শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্টি।

[A] ভলটেয়ার
[B] জাঁ পল সার্ত্রে
[C] সিমন ডে বিউভয়ের
[D] ভিন্সেন্ট ডি গুরন্যে

উত্তর: ভিন্সেন্ট ডি গুরন্যে

NTPC পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতির জন্য উপযুক্ত বই 👇👇

RRB NTPC Book 2025

11. ______একটি প্রবণতা, যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়।

[A] গ্ৰাসরুট গণতন্ত্র
[B] একনায়ক-তান্ত্রিক
[C] ডাইরেক্ট গণতন্ত্র
[D] নির্বাচনী গণতন্ত্র

উত্তর: গ্রাসরুট গণতন্ত্র

12. কাচের ‘প্রতিসরাঙ্ক’ নিম্নলিখিত কোন রং এর ক্ষেত্রে সর্বোচ্চ?

[A] বেগুনি
[B] নীল
[C] হলুদ
[D] লাল

উত্তর: বেগুনি

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন দেশ ‘মালয়েশিয়া’ দখল নিয়েছিল?

[A] চীন
[B] জাপান
[C] থাইল্যান্ড
[D] ভিয়েতনাম

উত্তর: জাপান

[quads id=10]

14. কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসেবে উল্লেখ করা হয়?

[A] সি.এফ.সি
[B] গ্রিনহাউজ গ্যাস
[C] তাপীয় গ্যাস
[D] জড় গ্যাস

উত্তর: গ্রীনহাউজ গ্যাস

15. ‘পাওয়ার পয়েন্ট’ কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়?

[A] প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
[B] ডক্যুমেন্ট
[C] প্রেজেন্টেশন
[D] স্প্রেডশীট

উত্তর: প্রেজেন্টেশন

 

RRB NTPC Previous Year Question Set – 1 PDF: Download Now

RRB NTPC Previous Year Question

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ