চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

S.N. Bose National Centre -এ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গের S.N. Bose National Centre -এ গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। S.N. Bose National Centre for Basic Sciences সংস্থাটি কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ/ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট।
বেতনক্রম- মূল বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। কেন্দ্রীয় সরকারের 7th CPC অনুযায়ী মাসের শুরুতে ইন হ্যান্ড স্যালারি হবে ৩৭,২৪৮ টাকা (প্রায়)।

S.N. Bose National Centre -এ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

[quads id=10]

বয়সসীমা- উপরোক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটার জেনে থাকতে হবে।

আরও পড়ুনঃ কলকাতা জুট কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ

অন্যান্য যোগ্যতা- ক্লার্কের বিভিন্ন ধরনের কাজ জানতে হবে। মিটিং এর কার্যপ্রণালী, মিটিং পরিচালনা, অফিস ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সঙ্গে প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলা, পড়া ও লিখতে জানতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এনভেলাপ এর উপর লিখতে হবে “Application for the position of Guest House Assistant”.

আবেদনপত্র পাঠানো ঠিকানা- Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD, Sector-III, Salt Lake, Kolkata-700106

আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ২৫ অক্টোবর, ২০২৪।

অক্টোবর মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

[quads id=10]

Official Notice: Download Now
Application form: Click Here
Official Website: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ