পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মচারী, এমনকি বেকার যুবক যুবতীদের জন্যেও বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। তবে এবার উচ্চশিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ এর সুযোগ প্রদান করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয়, সেই দিকে দৃষ্টিপাত করেই ২০২২ সালে প্রথমবারের জন্য ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[quads id=10]
তবে সম্প্রতি এই ইন্টার্নশিপ প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে অগ্রসর হয়েছে উচ্চ শিক্ষা পরিষদ। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছে। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি দেখে নিতে হবে।
প্রকল্পের নাম- পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্য- সারাদেশে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই বর্তমানে ইন্টার্নশিপ প্রকল্পের ওপর জোর দিচ্ছে। এই ইন্টার্নশিপ প্রকল্প গুলির মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনা অনুযায়ী বিভিন্ন দক্ষতা অর্জন করে খুব সহজেই চাকরির জন্য আবেদন করতে সক্ষম হবেন। এই ইন্টার্নশিপের সার্টিফিকেট থাকলে চাকরির ক্ষেত্রে প্রতিযোগীদের ভিড়ে অবশ্যই রাজ্যের ছাত্র-ছাত্রীরা নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবেন। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে।
প্রতিদিন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন 👇👇
প্রকল্পের মাধ্যমে প্রদত্ত সুযোগ সুবিধা
১) পশ্চিমবঙ্গ ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে চাকরি ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।
২) এই প্রকল্পে যোগদানকারীরা মাসিক স্টাইপেন্ড হিসাবে ১০,০০০/- টাকা পাবেন।
৩) ইন্টার্নশিপ এর মাধ্যমে বিভিন্ন সরকারি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
[quads id=10]
৪) ইন্টার্নির পারফরমেন্সের উপর ভিত্তি করে এক বছর পরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সরাসরি যোগদানের সুযোগ পাওয়া যাবে।
৫) ইন্টার্নশিপ শেষ হলে প্রত্যেককে গ্রেডিং-সহ সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও পড়ুনঃ কন্যাশ্রী প্রকল্পের টাকা পাঠানোর নতুন নিয়ম, ভুল থাকলে টাকা পাওয়া যাবে না
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা- এই প্রকল্পে আবেদন করার জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অবশ্যই আইটিআই বা ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
[quads id=10]
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী- রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম ৭৫০০ শিক্ষার্থীকে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টার্নশিপ শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কিছু ইন্টার্নশিপ চালু হয়েছে এবং রাজ্য সরকারের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পটিও খুব শীঘ্রই চালু হতে চলেছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে বলে জানানো হয়েছে।







