চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা সুপারিনটেনডেন্ট নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন

রাজ্যের সরকারি স্কুলের হোস্টেলে মহিলা সুপারিনটেনডেন্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি থেকে নিয়োগ পদ্ধতি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের তরফ থেকে। নোটিফিকেশন টি পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে।

পদের নাম- সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার।
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা- তিনটি ক্ষেত্রে ১টি করে শূন্য পদ রয়েছে। অর্থাৎ মোট শূন্যপদ ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা-
সুপারিনটেনডেন্টের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েট ও ন্যূনতম ৬ মাসের কম্পিউটারের কোর্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কুক ও হেল্পার পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা ও পূর্বে রান্না করার যোগ্যতা থাকা আবশ্যক।

আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের যোগ্যতা কি লাগবে?

[quads id=10]

বয়স সীমা-
জেনারেলদের জন্য বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম-
সুপারিনটেনডেন্ট পদের জন্য বেতন মাসিক ১০ হাজার টাকা। কুক পদের জন্য বেতন মাসিক ৭০০০ টাকা। হেল্পার পদের জন্য মাসিক বেতন ৫০০০ টাকা।

আবেদন পদ্ধতি-
প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। www.purbamedinipur.gov.in থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সাম্প্রতিক কালের তোলা দুই কপি পাসপোর্ট ছবির সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্ট ও বয়সের যাবতীয় নথিপত্র, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি আবেদনপত্রের সঙ্গে জুড়ে নিম্নলিখিত ঠিকানায় রেজিস্ট্রি পোস্ট করতে হবে। ঠিকানা- সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া ১ ব্লক, ডাকঘর-বালিডাংরী, পিন-৭২১১৩৯।

পরীক্ষা পদ্ধতি-
প্রথমে আবেদনকারীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। তারপর সেই আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর ১০ নাম্বার করে থাকবে মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে। এরপর ১০ নাম্বারের ইন্টারভিউ হবে। অর্থাৎ মোট ৫০ নাম্বারের পরীক্ষা হবে।

আবেদনের শেষ তারিখ- ২৩/১২/২০২৪ থেকে ৫/১/২০২৫ তারিখ।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর একনজরে দেখে নিন 

গুরুত্বপূর্ণ তথ্য-
উপরের তিনটি পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন যোগ্য এবং আবেদনপত্র শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে পাঠানো হলেই সেটি গৃহীত হবে। এই নিয়োগটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে করা হবে।

[quads id=10]

Official Notification

Daily Job Update

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ