প্রতি বছরের মত এই বছরেও পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তি। ভারতবর্ষের বেসামরিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মান প্রদানের অন্যতম পুরস্কার হলো পদ্ম সম্মান। তবে এই বছরে একাধিক বঙ্গসন্তানের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই পদ্ম সম্মানের তালিকায়। এর মধ্যে রয়েছেন- দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। এছাড়াও পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন মমতাশঙ্কর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, শিল্পী গোকুলচন্দ্র দাস, নগেন্দ্রনাথ রায়, কার্তিক মহারাজ ও অরুন্ধতী ভট্টাচার্যের মত বিশিষ্ট বাঙালিরা।
[quads id=16]
এক নজরে
পদ্ম পুরস্কার তালিকা ২০২৫
প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গোটা দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পদ্ম সম্মানের একটি তালিকা প্রস্তুত করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বর্তমানে মোট তিন প্রকারের পদ্ম সম্মান দেওয়া হয়ে থাকে। এর মধ্যে সবার উপরে রয়েছে পদ্মবিভূষণ সম্মান। সাধারণত বিভিন্ন ব্যতিক্রমী এবং বিশিষ্ট সার্ভিসের জন্য এই সম্মান দেওয়া হয়ে থাকে। এছাড়াও পদ্ম সম্মানের অন্তর্গত রয়েছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার গুলি।
প্রতিবছরের মতো এই বছরেও ২৬ শে জানুয়ারির দিনে পদ্ম সম্মান প্রাপকের তালিকা প্রকাশ করা হয়েছে। এই বছর একাধিক বাঙালি সহ এই তালিকায় নাম রয়েছে ১১৩ জন বিশিষ্ট ব্যক্তির। তাহলে এই বছরে কোন কোন বিশিষ্ট ব্যক্তি পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন? এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ে জেনে নিন ২০২৫ সালের পদ্ম পুরস্কার প্রাপকের তালিকা-
পদ্মবিভূষণ পুরস্কার ২০২৫
১) শ্রী দুভুর নাগেশ্বর রেড্ডি
২) বিচারপতি (অব.) শ্রী জগদীশ সিং খেহার
৩) শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লখিয়া শিল্প
৪) শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম
৫) শ্রী এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর)
৬) শ্রী ওসামু সুজুকি (মরণোত্তর)
৭) শ্রীমতী শারদা সিনহা (মরণোত্তর)
[quads id=16]
আরও পড়ুনঃ HMPV ভাইরাসের পুরো নাম কি? জেনে নিন বিস্তারিত
পদ্মভূষণ পুরস্কার ২০২৫
১) শ্রী এ সূর্য প্রকাশ
২) শ্রী অনন্ত নাগ
৩) শ্রী বিবেক দেবরয় (মরণোত্তর)
৪) শ্রী যতীন গোস্বামী
৫) শ্রী জোসে চাকো পেরিয়াপুরম
৬) শ্রী কৈলাশ নাথ দীক্ষিত
৭) শ্রী মনোহর জোশী (মরণোত্তর)
৮) শ্রী নল্লি কুপ্পুস্বামী চেট্টি
৯) শ্রী নন্দমুরি বালকৃষ্ণ
১০) শ্রী পি আর শ্রীজেশ
১১) শ্রী পঙ্কজ প্যাটেল
১২) শ্রী পঙ্কজ উধাস (মরণোত্তর)
১৩) শ্রী রামবাহাদুর রায়
১৪) সাধ্বী ঋতম্ভরা
১৫) শ্রী এস অজিত কুমার
১৬) শ্রী শেখর কাপুর
১৭) সুশ্রী শোবনা চন্দ্রকুমার
১৮) শ্রী সুশীল কুমার মোদী (মরণোত্তর)
১৯) শ্রী বিনোদ ধাম
[quads id=16]
আরও পড়ুনঃ মনমোহন সিং ভারতের কত তম প্রধানমন্ত্রী ছিলেন?
পদ্মশ্রী পুরস্কার ২০২৫
১) শ্রী অদ্বত চরণ গদানায়ক
২) শ্রী অচ্যুত রামচন্দ্র পালভ
৩) শ্রী অজয় ভি ভাট
৪) শ্রী অনিল কুমার বড়ো
৫) শ্রী অরিজিৎ সিং
৬) শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য
৭) শ্রী অরুণোদয় সাহা
৮) শ্রী অরবিন্দ শর্মা
৯) শ্রী অশোক কুমার মহাপাত্র
১০) শ্রী অশোক লক্ষ্মণ সরফ
১১) শ্রী আশুতোষ শর্মা
১২) শ্রীমতী অশ্বিনী ভিদে দেশপান্ডে
১৩) শ্রী বৈজনাথ মহারাজ
১৪) শ্রী ব্যারি গডফ্রে জন
১৫) শ্রীমতী বেগম বাতুল
১৬) শ্রী ভারত গুপ্ত
১৭) শ্রী ভেরু সিং চৌহান
১৮) শ্রী ভীম সিং ভাবেশ
১৯) শ্রীমতী ভীমবভা দোদ্দবালাপ্পা শিলেক্যথারা
২০) শ্রী বুধেন্দ্র কুমার জৈন
২১) শ্রী সি এস বৈদ্যনাথন
২২) শ্রী চৈত্রাম দেওচাঁদ পাওয়ার
২৩) শ্রী চন্দ্রকান্ত শেঠ (মরণোত্তর)
২৪) শ্রী চন্দ্রকান্ত সোমপুরা
২৫) শ্রী চেতন ই চিটনিস
২৬) শ্রী ডেভিড আর সিমেলিচ
২৭) শ্রী দুর্গা চরণ রণবীর
২৮) শ্রী ফারুক আহমদ মীর
২৯) শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়
৩০) শ্রীমতী গীতা উপাধ্যায়
৩১) শ্রী গোকুল চন্দ্র দাস
৩২) শ্রী গুরুভায়ুর দোরাই
৩৩) শ্রী হরজিন্দর সিং শ্রীনগর ওয়াল
৩৪) শ্রী হরবিন্দর সিং
৩৫) শ্রী হাসান রঘু
৩৬) শ্রী হেমন্ত কুমার
৩৭) শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত
৩৮) শ্রী হিউ এবং কলিন গ্যান্টজার (মরণোত্তর) (ডুও)*
৩৯) শ্রী ইনিভালপ্পিল মণি বিজয়ন
৪০) শ্রী জগদীশ জোশিলা
৪১) শ্রীমতী জাসপিন্দর নরুলা
৪২) শ্রী জোনাস মাসেটি
৪৩) শ্রী জয়নাচরণ বাথারি
৪৪) শ্রীমতী জুন্দে ইয়োমগাম গামলিন
৪৫) শ্রী কে. দামোদরন
৪৬) শ্রী কে এল কৃষ্ণ
৪৭) শ্রীমতী কে ওমানকুট্টি আম্মা
৪৮) শ্রী কিশোর কুনাল (মরণোত্তর)
৪৯) শ্রী এল হ্যাংথিং
৫০) শ্রী লক্ষুনিপতি রামাসুবাইয়ের
৫১) শ্রী ললিত কুমার মঙ্গোত্র
৫২) শ্রী লামা লবজাং (মরণোত্তর)
৫৩) শ্রীমতী লিবিয়া লোবো সারদেসাই
৫৪) শ্রী এমডি শ্রীনিবাস
৫৫) শ্রী মাদুগুলা নাগাফনি সরমা
৫৬) শ্রী মহাবীর নায়ক
৫৭) শ্রীমতী মমতা শঙ্কর
৫৮) শ্রী মন্দা কৃষ্ণ মাদিগা
৫৯) শ্রী মারুতি ভুজংরাও চিতামপল্লী
৬০) শ্রী মিরিয়ালা আপারাও (মরণোত্তর)
৬১) শ্রী নগেন্দ্র নাথ রায়
৬২) শ্রী নারায়ণ (ভুলাই ভাই) (মরণোত্তর)
৬৩) শ্রী নরেন গুরুং
৬৪) শ্রীমতী নীরজা ভাটলা
৬৫) শ্রীমতী নির্মলা দেবী
৬৬) শ্রী নিতিন নোহরিয়া
৬৭) শ্রী ওঙ্কার সিং পাহওয়া
৬৮) শ্রী পি দ্যাচানামূর্তি
৬৯) শ্রী পান্ডী রাম মান্ডবী
৭০) শ্রী পরমার লাভজিভাই নাগজিভাই
৭১) শ্রী পবন গোয়েঙ্কা
৭২) শ্রী প্রশান্ত প্রকাশ
৭৩) শ্রীমতী প্রতিভা সতপতী
৭৪) শ্রী পুরিসাই কান্নাপা সম্বন্ধন
৭৫) শ্রী আর অশ্বিন
৭৬) শ্রী আরজি চন্দ্রমোগন
৭৭) শ্রীমতী রাধাবাহিন ভট্ট
৭৮) শ্রী রাধাকৃষ্ণান দেবসেনাপতি
৭৯) শ্রী রামদরশ মিশ্র
৮০) শ্রী রণেন্দ্র ভানু মজুমদার
৮১) শ্রী রতন কুমার পারিমু
৮২) শ্রী রেবা কান্ত মহন্ত
৮৩) শ্রী রেন্থলেই লালরওনা
৮৪) শ্রী রিকি জ্ঞান কেজ
৮৫) শ্রী সজ্জন ভজনকা
৮৬) শ্রীমতী স্যালি হোলকার
৮৭) শ্রী সন্ত রাম দেশওয়াল
৮৮) শ্রী সত্যপাল সিং
৮৯) শ্রী সেনি বিশ্বনাথন
৯০) শ্রী সেতুরামন পঞ্চনাথন
৯১) শ্রীমতী শেখা শায়খা আলী আল-জাবের আল-সাবাহ
৯২) শ্রী শিন কাফ নিজাম (শিব কিষাণ বিসা)
৯৩) শ্রী শ্যাম বিহারী অগ্রবাল
৯৪) শ্রীমতী সোনিয়া নিত্যানন্দ
৯৫) শ্রী স্টিফেন ন্যাপ
৯৬) শ্রী সুভাষ খেতুলাল শর্মা
৯৭) শ্রী সুরেশ হরিলাল সোনি
৯৮) শ্রী সুরিন্দর কুমার ভাসল
৯৯) শ্রী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)
১০০) শ্রী সৈয়দ আইনুল হাসান
১০১) শ্রীমতী থিয়াম সূর্যমুখী দেবী
১০২) শ্রী তুষার দুর্গেশভাই শুক্লা
১০৩) শ্রী বদিরাজ রাঘবেন্দ্রচার্য পঞ্চমুখী
১০৪) শ্রী বাসুদেও কামাথ
১০৫) শ্রী ভেলু আসান
১০৬) শ্রী ভেঙ্কাপ্পা আম্বাজি সুগাতেকর
১০৭) শ্রী বিজয় নিত্যানন্দ সুরীশ্বর জি মহারাজ
১০৮) শ্রীমতী বিজয়লক্ষ্মী দেশমনে
১০৯) শ্রী বিলাস ডাংরে
১১০) শ্রী বিনায়ক লোহানী
[quads id=16]
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.






