পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে কত শূন্যপদ ও আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নামঃ মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদঃ ২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা। বেসিক কম্পিউটার এর জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ প্রতি মাসে ১৫,,০০০ টাকা।
চাকরির খবরঃ ভারতীয় রেলে গ্রূপ-সি কর্মী নিয়োগ
[quads id=10]
পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান।
শূন্যপদঃ ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ভারত সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে MLT/ DLT/ DMLT বিভাগে স্নাতক সঙ্গে বেসিক কম্পিউটার এর অভিজ্ঞতা।
বয়সঃ প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ প্রতি মাসে ১৮,০০০ টাকা।
চাকরির খবরঃ রাজ্যের সরকারি কলেজে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ
পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ ১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ জুওলজি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সাইন্সে প্রথম বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে রিসার্চে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।
বয়সঃ প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ প্রতি মাসে ৩১,০০০ টাকা।
[quads id=10]
পদের নামঃ প্রজেক্ট সাইন্টিস্ট।
শূন্যপদঃ ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ জুওলজি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সাইন্সে প্রথম বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে রিসার্চে চার বছরে কাজ করার অভিজ্ঞতা অথবা জুওলজি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সাইন্সে দ্বিতীয় বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি।
বয়সঃ প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ প্রতি মাসে ৬০,০০০ টাকা।
চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে সুপারভাইজার নিয়োগ
আবেদন পদ্ধতিঃ অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র করা আবেদনপত্রের সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করার সমস্ত ডকুমেন্টস (বয়সের প্রমাণপত্র, ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট) যুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় স্পিড পোস্ট/ কুরিয়ার অথবা সরাসরি ড্রপবক্সে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ School of Tropical Medicine, Kolkata, 108, C. R. Avenue, Kolkata- 700073
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১/০৮/২০২১
Official Notice: Download Now
Application form: Click Here
Official Website: Click Here
নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ -এর জন্য ইমেল অথবা ফোন কল করা হবে।
[quads id=10]






