বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের কেন্দ্রীয় সরকারি দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি অত্যন্ত বড় একটি সুখবর। বর্তমানে প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে যে ৯ হাজারেরও বেশি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে সরকারি কিংবা বেসরকারি চাকরির প্রচেষ্টা চালাচ্ছেন তারা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য অর্থাৎ পদের নাম, মোট শূন্য পদের বিবরণ, পদ অনুসারে আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্য জেনে নিন।
[quads id=16]
রাজ্যের NBCFDM দপ্তরে 9 হাজার গ্রুপ- সি কর্মী নিয়োগ
NBCFDM এর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, এখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। সুতরাং চাকরি প্রার্থীদের জন্য মাধ্যমিক পাসযোগ্যতা থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি পদের বিবরণ এবং পদ অনুসারে আবেদনের যোগ্যতা ও মাসিক বেতনের পরিমাণ একত্রে নিচে উল্লেখ করা হলো-
১) ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার।
আবেদনের যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং এক বছরের কর্মজীবনের অভিজ্ঞতা।
মোট শূন্য পদের সংখ্যা- ১৪৪ টি।
বয়স সীমা- ২৩ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ৩৬,৭৬০/- টাকা।
২) অ্যাকাউন্ট অফিসার।
আবেদনের যোগ্যতা- যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং তার সাথে কর্মজীবনের অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা এই পদে আবেদন জানাতে পারবেন।
মোট শূন্য পদের সংখ্যা- ১৬৬ টি।
বয়স সীমা- ২২ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৭,৪৫০/- টাকা।
[quads id=16]
আরও পড়ুনঃ মার্চ মাসে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
৩) টেকনিক্যাল অফিসার।
আবেদনের যোগ্যতা- টেকনোলজিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি এবং DCA সার্টিফিকেট থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের উপর এক বছরের দক্ষতা থাকতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ২৩১ টি।
বয়স সীমা- ২১ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ৩০,৭৫০/- টাকা।
৪) ডেটা ম্যানেজার।
আবেদনের যোগ্যতা- স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা
মোট শূন্য পদের সংখ্যা- ৪৩৬ টি।
বয়স সীমা- ২১ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৮,৩৫০/- টাকা।
৫) ফিল্ড ডাটা কালেক্টর।
আবেদনের যোগ্যতা- স্নাতক ডিগ্রী এবং কম্পিউটারের দক্ষতা।
মোট শূন্য পদের সংখ্যা- ৯৯৬ টি।
বয়স সীমা- ২১ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৫,৬৫০/- টাকা।
আরও পড়ুনঃ ২০২৫ সালের মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখে নিন
৬) মাল্টিটাস্কিং অফিসার।
আবেদনের যোগ্যতা- যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।
মোট শূন্য পদের সংখ্যা- ১২৫৮ টি।
বয়স সীমা- ১৮ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৩,৪৫০/- টাকা।
৭) ফিল্ড এসিস্ট্যান্ট।
আবেদনের যোগ্যতা- যে কোন বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারের দক্ষতা।
মোট শূন্য পদের সংখ্যা- ১৪৪৪ টি।
বয়স সীমা- ১৮ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৪,৬৫০/- টাকা।
৮) কম্পিউটার অপারেটর।
আবেদনের যোগ্যতা- যেকোনো বিদ্যালয়ের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ডিগ্রী।
মোট শূন্যপদের সংখ্যা- ১৭৭৪ টি।
বয়স সীমা- ১৮ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ- ২৩,২৫০/- টাকা।
[quads id=16]
৯) অফিস এসিস্ট্যান্ট।
আবেদনের যোগ্যতা- যে কোন শিক্ষিত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস।
মোট শূন্য পদের সংখ্যা- ১৮৬৫ টি।
বয়স সীমা- ১৮ বছর থেকে ৪৩ বছর।
মাসিক বেতনের পরিমাণ– ২৩,২২৫/- টাকা।
১০) ট্রেনিং ফেসিলিটেটার।
আবেদনের যোগ্যতা- স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা।
মোট শূন্যপদের সংখ্যা- ১৫৬৬ টি।
বয়স সীমা- ১৮ বছর থেকে ৪৩ বছর।
মাসিক বেতনের পরিমাণ- ২২,৭৫০/- টাকা।
নিয়োগ পদ্ধতি- উল্লেখিত বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষার দ্বারা চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য তথ্য বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একবার ভালোভাবে পড়ে নেবেন।
আবেদন পদ্ধতি- যে সমস্ত চাকরিপ্রার্থীরা উল্লেখিত যোগ্যতার নিরিখে যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারা www.wbnbcfdmvacancy.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল অপশনটি বেছে নেবেন এবং তারপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দেবেন। ভালোভাবে আবেদন পত্র পূরণ হয়ে গেলে একবার মিলিয়ে নিয়ে জমা করে দেবেন। আবেদন পত্র জমা হয়ে গেলে অবশ্যই আবেদনের জন্য নির্ধারিত মূল্যটি প্রদান করে দেবেন।
[quads id=16]
আরও পড়ুনঃ কলকাতা পোর্টে ৩৫ হাজার টাকা বেতনের নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?
আবেদন মূল্য-
- General/OBC/MOBC- ৩৯৯/- টাকা
- SC/ST/BPL- ২৯৯/- টাকা
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.






