এক নজরে
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে ছাত্র- ছাত্রীদের মধ্যে অনেক চিন্তা রয়েছে। প্রথমত এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করবে কে কোন কোর্সে ভর্তির সুযোগ পাবে, দ্বিতীয়ত রাজ্যের ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের জেরে উচ্চ মধ্যমিকের খাতা দেখায় দেরি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 7 ই মে প্রকাশ করতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 (WB HS Result 2025)
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 | |
---|---|
পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক ২০২৫ |
বোর্ড | WBCHSE |
পরীক্ষা শুরু | ৩ মার্চ, ২০২৫ |
পরীক্ষা শেষ | ১৮ মার্চ, ২০২৫ |
রেজাল্ট ডেট | ৭ মে, ২০২৫ (দুপুর ১২:৩০) |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে?
2025 সালের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে 7মে, 2025 তারিখ। মে মাসের ৭ তারিখের দুপুর সাড়ে ১২ টার সময় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হবে কৃতি ছাত্র-ছাত্রীদের নামের তালিকা। এরপরে বেলা ২ টো থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট অনলাইন মাধ্যমেই দেখে নিতে পারবেন। পরের দিন অর্থাৎ ৮ মে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা তাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। এই ওয়েবসাইটে অফিসিয়াল লিংকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবেন। পোস্টটি শেয়ার করে রাখুন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 কীভাবে দেখবো?
➲ Step- 1: উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করতে হবে। (রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই লিংক চালু হবে)
➲ Step- 2: “Enter Your Roll, and No.” -এর ঘরে রোল নম্বর টাইপ করতে হবে।
➲ Step- 3: স্টেপ-2 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট ২০২৫
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখা যাবে তা এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত অনেক ওয়েবসাইট রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক ২০২৫ রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল—
- www.wbresults.nic.in
- www.exametc.com
- www.indiaresults.com
আরও পড়ুনঃ WB HS Result 2025 Date: উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে? দেখুন এক্ষুনি