আবারো সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র প্রদান করল রাজ্য সরকার। এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ এপ্রিল মাসের ৩০ তারিখ পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথের মন্দির। এই নিয়ে বর্তমানে আয়োজন তুঙ্গে। দীঘায় তৈরি হবার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন যাতে সফল এবং নিরাপদ ভাবে আয়োজিত হতে পারে, সেই দিকে দৃষ্টিপাত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই উদ্বোধন ঘিরে অধিক পরিমাণে হাইপ তৈরি না হয়ে, শৃংখলব্ধভাবে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া বাঞ্ছনীয়।
দীঘায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ
এই উদ্দেশ্যেই এবারে ১১৪ টি শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদান করল মন্ত্রিসভা। এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনের দিনে সুশৃংখল ব্যবস্থা বজায় রাখার জন্য ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার। ঐদিন বিভিন্ন যানজট এবং ভিড় সামলানোর দায়িত্ব থাকবে সেভিক ভলেন্টিয়ারদের উপরে।
[quads id=21]
বাকি ১৪ টি পদের মধ্যে ১২ টি পদে নিযুক্ত হবেন বিভিন্ন প্যারামেডিকেল কর্মী। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে এই নিয়োগটি হবে। মূলত অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ ধামের উদ্বোধনে যাতে কোনরকম সমস্যার সৃষ্টি না হয়, সেই দিকটি ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি ঐদিন যদি কোনভাবে দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েন, তাহলেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।এছাড়াও পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের আরো দুজন আইনি আধিকারিককে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ অষ্টম শ্রেণি পাশে সরকারি হোস্টেলে চাকরির সুযোগ!
[quads id=21]
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধামকে ঘিরে সমগ্র শহরটিকে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। যার ফলে বিপুল পরিমাণে দর্শনার্থের ভিড় জমবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। সেই জটলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই নিয়োগ শুরু হয়েছে রাজ্যে।
নিয়োগের ভবিষ্যৎ
যদিও উদ্বোধনের পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীদের চাকরি বহাল থাকবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষজ্ঞদের মতানুসারে, পরবর্তী সময়েও দিঘার সমুদ্র সৈকতে অবস্থিত জগন্নাথ ধামের ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদগুলিতে নিয়োগ অটুট থাকতে পারে।






