পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অন্তর্গত স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নততর করার উদ্দেশ্যে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এটা অত্যন্ত সুখবর। উপকেন্দ্র এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিভিন্ন গ্রাম থেকে এই নিয়োগটি করা হচ্ছে। কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? কতগুলো শূন্য পদ রয়েছে? কিভাবে আবেদন জানাবেন? কিভাবে নিয়োগ করা হবে? ইত্যাদি সমস্ত তথ্য জেনে নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয়। তাই Exam Bangla -র পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি নিচে বর্ণনা করা হল।
পদের নাম- আশা কর্মী।
শূন্য পদের সংখ্যা- ৩২টি।
শিক্ষাগত যোগ্যতা-
i) এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে।
ii)এছাড়াও মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাশ করলেও আপনারা এখানে আবেদন জানাতে পারবেন।
iii) অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসলেই এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকে অনুত্তীর্ণ মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
iv) এর পাশাপাশি উচ্চতর যোগ্যতাতেও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, কিন্তু সে ক্ষেত্রে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।
চাকরির খবরঃ পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
অন্যান্য যোগ্যতা- এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। এক্ষেত্রে বিবাহিতা/বিধবা/বিবাহবিচ্ছিন্না সকল মহিলারাই আবেদন করতে পারবেন।
বয়স সীমা- বোলপুর এলাকার বিভিন্ন গ্রামে আশা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীকে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কিন্তু চাকরিপ্রার্থী তপশিলি জাতি ও উপজাতির সদস্যা হলে ন্যূনতম ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
অগ্রাধিকার- গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই অথবা নির্দিষ্ট এলাকার তপশিলি জাতি বা উপজাতির অংশ হয়ে থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নেওয়ার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
চাকরির খবরঃ রাজ্যে নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ
প্রয়োজনীয় নথিপত্র:
- জন্ম তারিখের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।
- ভোটার কার্ড এবং রেশন কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট।
- আবেদনকারীর সম্প্রতিক রঙিন ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারীর নাম এবং ২২ টাকার টিকিট সহ ডাকযোগে নিজের সম্পূর্ণ ঠিকানা উল্লেখিত খাম।
আবেদন পদ্ধতি- উপরে উল্লেখিত সমস্ত নথিপত্র সহ ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে বোলপুরের নির্দিষ্ট ঠিকানায় ২০/০৫/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website. To get daily job updates please visit our official website.