চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Semester Date 2026: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের বার্ষিক ক্যালেন্ডার, কবে কোন সেমিস্টার দেখে নিন

HS Semester Date 2026: প্রতিবছরের মতো এই বছরেও পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফে প্রকাশিত হলো বার্ষিক ক্যালেন্ডার। এখানে মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফরম ফিলাপের তারিখ, পরীক্ষার তারিখ, এডমিট কার্ড প্রকাশের তারিখ এবং স্কুলের বিভিন্ন কার্যক্রমের বিবরণ উল্লেখ থাকে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এই বার্ষিক ক্যালেন্ডার যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। সেই কারণেই EXAM BANGLA -র তরফে সম্পূর্ণ বার্ষিক ক্যালেন্ডারটি নিচে উল্লেখ করা হলো।

HS Semester Date 2026

আগামী বছরে একেবারে নতুন মাধ্যমে সেমিস্টার সিস্টেম মেনে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে। ইতিমধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ২০২৫ সালের ১৫ই মে একটি নোটিশ জারি করে, ২০২৫-২৬ সালের শিক্ষাবর্ষের বার্ষিক ক্যালেন্ডারটি প্রকাশিত করা হয়েছে। যেখানে আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সেমিস্টার সিস্টেমে আয়োজন করা হবে, সেই বিষয়েও উল্লেখ রয়েছে।

নতুন উচ্চ মাধ্যমিক নিয়ম অনুসারে সেমিস্টার I থেকে IV পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি নিচে টেবিলের মাধ্যমে উল্লেখ করা হলো-

Class XI Semester 2025-26
Class XIগুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম জমা২রা জুন, ২০২৫-৩০শে জুন, ২০২৫
রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রকাশ৬ই আগষ্ট, ২০২৫
সেমিস্টার I পরীক্ষাসেপ্টেম্বর, ২০২৫
সেমিস্টার II পরীক্ষা এবং সেমিস্টার I সাপ্লিমেন্টারি পরীক্ষাফেব্রুয়ারি/মার্চ, ২০২৬
ফলপ্রকাশ১৬ ই মার্চ, ২০২৬ - ১৩ই এপ্রিল, ২০২৬
Class XII Semester 2025-26
Class XIIগুরুত্বপূর্ণ তারিখ
সেমিস্টার III পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম জমা৭ই জুলাই, ২০২৫-২৪শে জুলাই, ২০২৫
উচ্চ মাধ্যমিক সেমিস্টার III এর এডমিট কার্ড প্রকাশ১৩ ই আগস্ট, ২০২৫
সেমিস্টার III পরীক্ষা৮ই সেপ্টেম্বর, ২০২৫-২২শে সেপ্টেম্বর, ২০২৫
সেমিস্টার III ফলপ্রকাশঅক্টোবর, ২০২৫
সেমিস্টার IV এবং সেমিস্টার III এর সাপ্লিমেন্টারি পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম জমা২রা ডিসেম্বর, ২০২৫-২৪শে ডিসেম্বর, ২০২৫
উচ্চ মাধ্যমিক সেমিস্টার IV এবং সেমিস্টার III এর সাপ্লিমেন্টারি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ২১শে জানুয়ারি, ২০২৬
সেমিস্টার IV এবং সেমিস্টার III এর সাপ্লিমেন্টারি পরীক্ষা১২ই ফেব্রুয়ারি, ২০২৬-২৭শে ফেব্রুয়ারি, ২০২৬
সেমিস্টার IV এবং সেমিস্টার III এর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলপ্রকাশমে, ২০২৬

প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। এই বছরের অকৃতকার্য ছাত্রছাত্রীরা চাইলে বার্ষিক পদ্ধতিতে কিংবা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন। এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ছয়টি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্যেও পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে সংসদ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা প্রয়োজনে নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ