চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২: Railway NTPC Practice Set in Bengali

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেট টি তৈরী করা হয়েছে। মোট ১৫ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে। চাকরিপ্রার্থীরা এই পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।

[quads id=21]

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলির প্রশ্ন উত্তর এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 2):

২৬) কোন নদীকে ‘বিহারের জীবনরেখা’ বলা হয়?
A) যমুনা
B) ব্রহ্মপুত্র
C) গঙ্গা
D) গোমতী
✔ উত্তর: C) গঙ্গা

২৭) ভারতের নির্বাচন কমিশন একটি _____?
A) সরকারি সংস্থা
B) বেসরকারি সংস্থা
C) সাংবিধানিক সংস্থা
D) বিচার বিভাগীয় সংস্থা
✔ উত্তর: C) সাংবিধানিক সংস্থা

২৮) ভৌগোলিকভাবে ভারত কোন ধরণের দেশ?
A) দ্বীপ দেশ
B) উপমহাদেশ
C) প্রান্তিক অঞ্চল
D) মালভূমি
✔ উত্তর: B) উপমহাদেশ

২৯) ভারতের জাতীয় পাখি কী?
A) রাজহাঁস
B) কাকাতুয়া
C) ময়ূর
D) ঘুঘু
✔ উত্তর: C) ময়ূর

৩০) কিরণ বেদি কোন ক্ষেত্রে বিখ্যাত?
A) রাজনীতি
B) সঙ্গীত
C) পুলিশ সেবা
D) খেলাধুলা
✔ উত্তর: C) পুলিশ সেবা

৩১) শীতল পানীয়ে গ্যাস হিসেবে কোন গ্যাস থাকে?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) হাইড্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
✔ উত্তর: D) কার্বন ডাই অক্সাইড

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৩২) ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
A) ১৫ আগস্ট
B) ২৮ ফেব্রুয়ারি
C) ৫ জুন
D) ১০ নভেম্বর
✔ উত্তর: B) ২৮ ফেব্রুয়ারি

৩৩) UNO কবে গঠিত হয়?
A) ২৬ জানুয়ারি ১৯৫০
B) ১৫ আগস্ট ১৯৪৭
C) ২৪ অক্টোবর ১৯৪৫
D) ১০ ডিসেম্বর ১৯৪৮
✔ উত্তর: C) ২৪ অক্টোবর ১৯৪৫

RRB NTPC Book 2025

৩৪) কার্বন মনোক্সাইড মানবদেহে কীভাবে ক্ষতি করে?
A) শ্বাসনালী বন্ধ করে
B) হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন ব্যাহত করে
C) হৃৎপিণ্ড বন্ধ করে
D) স্নায়ুতন্ত্র বিকল করে
✔ উত্তর: B) হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন ব্যাহত করে

৩৫) কলকাতা মেট্রো কবে চালু হয়?
A) ১৯৭৫
B) ১৯৮০
C) ১৯৮৪
D) ১৯৯০
✔ উত্তর: C) ১৯৮৪

[quads id=21]

RRB NTPC Previous Year Question in Bengali

৩৬) ২০২৪ সালে ভারতীয় লোকসভা নির্বাচনে কত তম নির্বাচন অনুষ্ঠিত হয়?
A) ১৬তম
B) ১৭তম
C) ১৮তম
D) ১৯তম
✔ উত্তর: C) ১৮তম

৩৭) ‘সিন্ধু সভ্যতা’ কে প্রথম আবিষ্কার করেন?
A) আর.ডি. ব্যানার্জি
B) মার্টিন হ্যারিস
C) দয়ারাম সাহানি
D) জন মার্শাল
✔ উত্তর: C) দয়ারাম সাহানি

আরও পড়ুনঃ RRB NTPC Syllabus PDF Download

৩৮) ভারতের মুদ্রার ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ করে কে?
A) অর্থ মন্ত্রণালয়
B) ভারতীয় স্টেট ব্যাংক
C) ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
D) প্রধানমন্ত্রীর দপ্তর
✔ উত্তর: C) ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)

৩৯) ভারতে রাজ্যপাল নিয়োগ করেন কে?
A) প্রধানমন্ত্রী
B) রাজ্য বিধানসভা
C) রাষ্ট্রপতি
D) প্রধান বিচারপতি
✔ উত্তর: C) রাষ্ট্রপতি

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১a

৪০) GST-এর অর্থ কী?
A) Government Sales Tax
B) Goods and Sales Tariff
C) Goods and Services Tax
D) General Services Tariff
✔ উত্তর: C) Goods and Services Tax

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ