এক নজরে
College Admission 2025: উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি নিয়ে এবার বিভ্রান্তির মুখে ছত্রছাত্রী। মে মাসের ৭ তারিখ পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হয়ে গিয়েছে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রায় এক যুগের অবসান ঘটিয়ে ২০২৫ সালে শেষ বারের মতো আয়োজিত হয়েছিল বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে তার পরে কয়েক সপ্তাহ কেটে গেলেও কোন রকম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি ছাত্র-ছাত্রীরা। আসলে এখনো পর্যন্ত রাজ্যের কোন কলেজের এডমিশন শুরুই হয়নি। তাহলে কবে থেকে ছাত্রছাত্রীরা এডমিশন নিতে পারবেন? পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কেন এতদিন ধরে শুরু হচ্ছে না কলেজের এডমিশন? শিক্ষা দপ্তরের তরফে কী সংবাদ জানানো হলো? জানুন বিস্তারিত।
College Admission 2025
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পছন্দের বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার জন্য কলেজে এডমিশন নিয়ে থাকেন। তবে এই বছর অর্থাৎ ২০২৫ সালের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে কয়েক সপ্তাহ কেটে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্যের কোন সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তরফের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ইতিমধ্যে এই নিয়ে চিন্তার মুখে রয়েছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা।
পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কেন শুরু হচ্ছে না কলেজ আর ভর্তি প্রক্রিয়া?
এখনো পর্যন্ত কোনো রকম সরকারি কলেজের ভর্তি শুরু না হওয়ার পেছনে রয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা (College Admission 2025)। বেশ কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের তরফে ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দ্বারা প্রদত্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। যার ফলে ওবিসি সংরক্ষণের কোনরকম সিদ্ধান্তই নেওয়া সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষে। এবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিভিন্ন প্রকারের সংরক্ষণ দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের। সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার ক্ষেত্রে এই সংরক্ষণ নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে, এই নিয়েই দ্বিধার মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলি।
আরও পড়ুনঃ ৪৪,২০৩ টি শূন্য পদে রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
ওবিসি মামলার জটিলতার জন্যই এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়ার স্থগিত রাখা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে আইন বিভাগের সঠিক পরামর্শের জন্য অপেক্ষা করা হচ্ছে। সূত্রের তরফে পাওয়া খবর অনুসারে, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এডমিশন পোর্টাল তৈরি হয়ে গিয়েছে। তবে এর পরেও ছাত্র-ছাত্রীদের জন্য এডমিশনের সুযোগ করে দেওয়া হচ্ছে না (College Admission 2025)। যতক্ষণ না পর্যন্ত আইনি অনুমোদন পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই এডমিশন প্রক্রিয়ার স্থগিত থাকবে বলেই সুত্রের খবর।
কবে থেকে কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা?
উচ্চশিক্ষা সংসদের তরফে অনুমোদন না আসা পর্যন্ত এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে এডমিশন পোর্টাল তৈরি হয়ে গেলেও ভর্তি হতে পারছেন না ছাত্র-ছাত্রীরা। গত বছরের মধ্যে এ বছরেও সিঙ্গেল এডমিশন পোর্টালের মাধ্যমেই ভর্তি হতে হবে ছাত্র-ছাত্রীদের (College Admission 2025)। তবে ভর্তি সংক্রান্ত সমস্যা এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওবিসি সংরক্ষণ সম্পূর্ণভাবে বাদ রাখা হবে বলেই চিন্তা ভাবনা চলছে উচ্চ মহলে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ শুরু হল
উচ্চশিক্ষা দপ্তরের তরফে কী জানানো হলো?
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে জানানো তো হয়েছে যে, এই বছর সাধারণ বছর গুলির তুলনায় কলেজে ভর্তির ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। আইনের জটিলতা থেকে মুক্ত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র-ছাত্রীদের কাছে এডমিশনের সুখবর পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।