চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫: Railway NTPC Practice Set in Bengali

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

[quads id=21]

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 5):

সাধারণ জ্ঞান (General Awareness)

১. ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয়েছিল কোন দুই শহরের মধ্যে?

A. কলকাতা – হাওড়া
B. মুম্বাই – থানে
C. চেন্নাই – মাদুরাই
D. দিল্লি – আগ্রা

✅ সঠিক উত্তর: B. মুম্বাই – থানে

ব্যাখ্যা: ১৬ এপ্রিল ১৮৫৩ সালে ভারতের প্রথম রেলপথটি মুম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয়।

২. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হন?

A. ৪ বছর
B. ৫ বছর
C. ৬ বছর
D. ৭ বছর

✅ সঠিক উত্তর: B. ৫ বছর

ব্যাখ্যা: সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন, তবে পুনঃনির্বাচন হতে পারে।

৩. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়—

A. ৫ জুন
B. ২২ এপ্রিল
C. ৮ মার্চ
D. ১৪ নভেম্বর

✅ সঠিক উত্তর: A. ৫ জুন

ব্যাখ্যা: জাতিসংঘ ঘোষিত এই দিনটি পরিবেশ সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী উদযাপিত হয়।

৪. মহাত্মা গান্ধির জন্মস্থান কোথায়?

A. আমেদাবাদ
B. রাজকোট
C. পোরবন্দর
D. বরোদা

✅ সঠিক উত্তর: C. পোরবন্দর

ব্যাখ্যা: মহাত্মা গান্ধি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন।

৫. চক্রবৃদ্ধি সুদের সূত্র কোনটি?

A. P × R × T / 100
B. P(1 + R/100)ⁿ
C. P(1 + R × T / 100)
D. None of the above

✅ সঠিক উত্তর: B. P(1 + R/100)ⁿ

ব্যাখ্যা: চক্রবৃদ্ধি সুদের হিসাবের জন্য এই সূত্র ব্যবহৃত হয়, যেখানে n = সময়কাল (বছরে)।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

গণিত (Mathematics)

৬. দুটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ২৪০। একটি সংখ্যা 60 হলে অপরটি কত?

A. 36
B. 48
C. 72
D. 80

✅ সঠিক উত্তর: B. 48

ব্যাখ্যা: গ.সা.গু × ল.সা.গু = প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা
⇒ 12 × 240 = 60 × X ⇒ X = 48

৭. একটি ট্রেন ৬০ কিমি/ঘণ্টা গতিতে একটি ১২০ মিটার লম্বা প্ল্যাটফর্ম পেরোতে সময় নেয় ১৮ সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য কত?

A. 180 মিটার
B. 270 মিটার
C. 300 মিটার
D. 210 মিটার

✅ সঠিক উত্তর: A. 180 মিটার

ব্যাখ্যা:
দ্রুততা = 60 কিমি/ঘণ্টা = 16.67 মিটার/সেকেন্ড
দূরত্ব = গতি × সময় = 16.67 × 18 ≈ 300 মিটার
⇒ ট্রেনের দৈর্ঘ্য = 300 – 120 = 180 মিটার

৮. ২৫% এর ৪০% কত?

A. 10%
B. 20%
C. 15%
D. 5%

✅ সঠিক উত্তর: D. 10%

ব্যাখ্যা: ২৫% = 25/100, ৪০% = 40/100
⇒ (25/100) × (40/100) = 10/100 = 10%

[quads id=21]

RRB NTPC Book 2025

বিজ্ঞান (Science)

৯. পানির ঘনত্ব সর্বাধিক হয়—

A. 0°C তে
B. 100°C তে
C. 4°C তে
D. -4°C তে

✅ সঠিক উত্তর: C. 4°C তে

ব্যাখ্যা: পানির সর্বাধিক ঘনত্ব হয় ৪ ডিগ্রি সেলসিয়াসে, তখন তা সবচেয়ে কম আয়তনে থাকে।

১০. গ্যালিলিও কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন?

A. টেলিস্কোপ
B. মাইক্রোস্কোপ
C. বায়ু চাপ মাপার যন্ত্র
D. থার্মোমিটার

✅ সঠিক উত্তর: A. টেলিস্কোপ

ব্যাখ্যা: গ্যালিলিও গ্যালিলি প্রথম কার্যকর টেলিস্কোপ তৈরি করেন এবং তা দিয়ে জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করেন।

১১. ‘ভিটামিন C’-এর অভাবে কোন রোগ হয়?

A. রাতকানা
B. রিকেটস
C. স্কার্ভি
D. প্লেগ

✅ সঠিক উত্তর: C. স্কার্ভি

ব্যাখ্যা: ভিটামিন C এর অভাবে শরীরে কোলাজেন তৈরি ব্যাহত হয়, ফলে স্কার্ভি রোগ দেখা দেয়।

RRB NTPC Previous Year Question in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs – PYQ Based)

১২. ‘চন্দ্রযান-২’ মিশন কোন বছর শুরু হয়েছিল?

A. ২০১৮
B. ২০১৯
C. ২০২০
D. ২০১৭

✅ সঠিক উত্তর: B. ২০১৯

ব্যাখ্যা: ইসরো ২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে।

১৩. G-20 সম্মেলন ২০২৩ এ কোথায় হয়েছিল?

A. চীন
B. ভারত
C. জার্মানি
D. জাপান

✅ সঠিক উত্তর: B. ভারত

ব্যাখ্যা: ২০২৩ সালে ভারতের দিল্লিতে G-20 সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১

Reasoning

১৪. যদি A = 1, B = 2, …, Z = 26, তাহলে “CAB” এর মান কত?

A. 6
B. 9
C. 7
D. 12

✅ সঠিক উত্তর: A. 6

ব্যাখ্যা: C = 3, A = 1, B = 2 ⇒ 3 + 1 + 2 = 6

১৫. একটি নির্দিষ্ট সাংখ্যিক সিরিজ: 2, 6, 12, 20, ?

A. 30
B. 28
C. 26
D. 24

✅ সঠিক উত্তর: B. 30

ব্যাখ্যা: পার্থক্য: +4, +6, +8, +10 ⇒ পরেরটি হবে 20 + 10 = 30

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২

১৬. পানির বিপরীত শব্দ কোনটি?

A. বরফ
B. আগুন
C. মাটি
D. বাতাস

✅ সঠিক উত্তর: B. আগুন

ব্যাখ্যা: সাধারণত আগুন এবং পানি বিপরীতধর্মী উপাদান হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩

কম্পিউটার (Computer Awareness)

১৭. CPU এর পূর্ণরূপ কী?

A. Central Power Unit
B. Central Processing Unit
C. Control Process Unit
D. Core Processing Unit

✅ সঠিক উত্তর: B. Central Processing Unit

ব্যাখ্যা: CPU হল কম্পিউটারের ‘মস্তিষ্ক’, যা সমস্ত গাণিতিক এবং যুক্তিগত কাজ করে।

১৮. একটি মেগাবাইট (MB) সমান কত কিলোবাইট (KB)?

A. 512 KB
B. 1000 KB
C. 1024 KB
D. 2048 KB

✅ সঠিক উত্তর: C. 1024 KB

ব্যাখ্যা: কম্পিউটারে ১ MB = 1024 KB, কারণ এটি বাইনারি গাণিতিক ভিত্তিতে নির্ধারিত।

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪

১৯. ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন যন্ত্রটি অবশ্যই প্রয়োজন?

A. কীবোর্ড
B. মাউস
C. মডেম
D. প্রিন্টার

✅ সঠিক উত্তর: C. মডেম

ব্যাখ্যা: ইন্টারনেট সংযোগ পেতে মডেম একটি অপরিহার্য ডিভাইস।

২০. Google এর প্রতিষ্ঠাতা কে?

A. বিল গেটস
B. স্টিভ জবস
C. ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
D. মার্ক জাকারবার্গ

✅ সঠিক উত্তর: C. ল্যারি পেজ ও সার্গেই ব্রিন

ব্যাখ্যা: ১৯৯৮ সালে এই দুইজন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Google প্রতিষ্ঠা করেন।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ