চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি, জানুন বিস্তারিত

LIC Scholarship 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে ইতিমধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত সরকারি কলেজ এবং বিদ্যালয় গুলিতে ভর্তির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ প্রকল্পের ঘোষণা করা হলো। এই স্কলারশিপ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের লাইফ ইন্সুরেন্স কোম্পানি LIC র তরফ থেকে। যেখানে ছাত্রছাত্রীদের ১৫,০০০ টাকা স্কলারশিপ বা মেধাবৃত্তি দেওয়া হবে। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন? স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ কবে? ইত্যাদি সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

[quads id=21]

LIC Scholarship 2025

ভারতের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড LIC ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন সময় স্কলারশিপ প্রকল্প নিয়ে এসেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে পারে না, তাদের জন্যই এই সমস্ত দুর্দান্ত স্কলারশিপ রয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যেও এমনই একটি স্কলারশিপ এর আবেদন শুরু হচ্ছে।

আবেদন করার যোগ্যতা (LIC Scholarship 2025)

১) শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। যদিও মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাড়াও উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই স্কলারশিপের সাহায্য পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা। তবে এই স্কলারশিপের আবেদন জানানোর জন্য ইচ্ছুক ছাত্র কিংবা ছাত্রীকে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর এর সাথে পাস করতে হবে (LIC Scholarship 2025)।

২) যে সমস্ত ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই নতুন কোর্সে ভর্তি হয়ে গিয়েছেন, তারা আবেদন জানাতে পারবেন। যতদিন না নতুন কোর্সে এডমিশন সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই স্কলারশিপে আবেদন জানানো যাবে না।

৩) পারিবারিক রোজগার- যে সকল ছাত্র-ছাত্রীরা পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজারের মধ্যে রয়েছে, তারা এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন।

[quads id=21]

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

স্কলারশিপের মাধ্যমে প্রদত্ত বৃত্তির পরিমাণ

  • এই স্কলারশিপের (LIC Scholarship 2025) ক্ষেত্রে বার্ষিক ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
  • আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে বর্তমানে উচ্চ মাধ্যমিকে পাঠরত হয় সেক্ষেত্রে বছরে ১৫,০০০ টাকা পাওয়া যাবে।
  • ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও স্কলারশিপের পরিমান বার্ষিক ১৫,০০০ টাকা।
  • গ্র্যাজুয়েশন স্তরে বার্ষিক ২০,০০০ টাকা পাওয়া যাবে।
  • MBBS পাঠরত প্রার্থীদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমান বার্ষিক ৪০,০০০ টাকা।
  • B.Tech করলে বার্ষিক ৩০,০০০ টাকা পাওয়া যাবে।

[quads id=21]

Nabanna Scholarship 2025- Apply Now

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১। পারিবারিক আয়ের শংসাপত্র।
২। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিতে হবে।
৩। ব্যাঙ্ক একাউন্টের যাবতীয় তথ্য।
৪। শেষ পরীক্ষার মার্কশীট অথবা সার্টিফিকেট।

Jagadish Chandra Bose Scholarship- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

আবেদন পদ্ধতি

প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে এই স্কলারশিপে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনটি বেছে নিতে হবে। এরপর নিজেদের ইমেইল আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে রেজিস্ট্রেশন করে নেবেন। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে Apply here for Scholarship Scheme -এই অপশনে গিয়ে আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিতে হবে।

উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জানানো হচ্ছে, একাদশ শ্রেণীতে অথবা কলেজে এডমিশন নেওয়ার পরেই এই LIC স্কলারশিপ প্রোগ্রাম এ আবেদন জানিয়ে ফেলতে হবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন।

Apply Now: Click Here
Daily Job Update: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ