AAI Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইচ্ছুক আবেদনকারীদের জন্য অনলাইন মাধ্যমে এই পদে আবেদনের সুযোগ রয়েছে। কেন্দ্র সরকারের অন্তর্গত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া য় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার ইচ্ছা থাকে অনেকেরই। তাদের সেই সমস্ত স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনের মাধ্যমে Exam Bangla র তরফে এই নিয়োগের বিস্তারিত তথ্য সহজ সরল ভাবে উল্লেখ করা হলো।
পদের নাম- পাইলট।
শূন্য পদের সংখ্যা- ২টি।
আবেদনের বিভিন্ন যোগ্যতা:
১) শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ডের তরফে ১০+২ শিক্ষা মাধ্যমে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তবে উচ্চমাধ্যমিকের বিষয়ে হিসাবে পদার্থবিদ্যা এবং গণিত থাকা আবশ্যক। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন চাকরির মধ্যে এই নিয়োগ অন্যতম।
২) লাইসেন্স- অন্ততপক্ষে ১০০০ ফ্লাইং আওয়ার সহ ভারতের DGCA কর্তৃক জারি করা বর্তমান বৈধ ATPL, DGCA কর্তৃক অনুমোদিত বর্তমান FRTO, বৈধ ELP, বর্তমান IR অনুমোদন, ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের WPC কর্তৃক জারি করা বর্তমান RTR (A) অথবা RTR (P) অথবা RTR (C)ভারতের ডিজিসিএ কর্তৃক জারি করা বর্তমান ক্লাস-১ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ভারতীয় বর্তমান পাসপোর্ট থাকতে হবে, যদি না থাকে তবে আবেদনপত্র জমা দেওয়ার প্রমাণ সংযুক্ত করতে হবে।
জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে
৩) বয়স সীমা- চাকরি প্রার্থীরা এই পদে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তবে পুনরায় এই সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির দেখে বুঝে তবেই আবেদন জানাবেন।
৪) অন্যান্য দক্ষতা- প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীর সর্বনিম্ন ২০০০ ফ্লাইং আওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা- ৫০ ঘন্টা ফ্লাইং ডিউটির হিসাবে প্রতিমাসে নিযুক্ত কর্মী 6 লাখ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি ওভারটাইম করলে অতিরিক্ত বেতন ও অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।
চাকরির খবরঃ রাজ্যের কাস্টম অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
প্রয়োজনীয় নথিপত্র-
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি,
- জন্ম তারিখ,
- যোগ্যতা,
- অভিজ্ঞতা সম্পর্কিত সমস্ত প্রমাণপত্র,
- লাইসেন্স এর এক সেট ফটোকপি,
- আপডেটেড ফ্লাইং লগবুক,
- ভারতের ডিজিসিএ কর্তৃক জারি করা বর্তমান ক্লাস-১ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট,
- ভারতের ডিজিসিএ কর্তৃক জারি করা বর্তমান বৈধ ATPL,
- ভারতের ডিজিসিএ কর্তৃক জারি করা বর্তমান এফআরটিওএল,
- IR অনুমোদন সহ সমস্ত লাইসেন্স,
- পাইলটের পাসপোর্ট -এর ফটোকপি ইত্যাদি।
নিয়োগ প্রক্রিয়া- এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের একটি বাছাই করা তালিকা প্রস্তুত করা হবে। এরপর সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ দেওয়ার পর চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ ৬০০টি শূন্য পদে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের সুযোগ
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে ইমেইলের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিতে হবে এবং তারপর যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে “gmfiu@aai.aero” এই ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থীকে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া শেষ তারিখ অর্থাৎ ২৭/০৬/২০২৫ এর মধ্যে আবেদন সেরে ফেলতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.