এক নজরে
WBCHSE Notice 2025: একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া নিয়ে আবারও নতুন আপডেট ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। গতকালই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একসাথে তিনটি আপডেট ঘোষণা করা হলো। যেখানে একাদশ শ্রেণির পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এবং তার সাথে দ্বাদশ শ্রেণীর মূলত সেমিস্টার III এর এনরোলমেন্ট বিষয়ক একাধিক তথ্য ছাত্র-ছাত্রীদের জন্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিশেষ সময় সূচির উল্লেখ রয়েছে এই বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য এই নোটিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোন কোন পরিবর্তন করা হলো? কী কী নতুন পদক্ষেপ ছাত্রছাত্রীদের জন্য জেনে নেওয়া প্রয়োজন? সেই সমস্ত কিছুর বিশদে উল্লেখ রইলো আজকের প্রতিবেদনে।
দ্বাদশ শ্রেণী (Semester III)-র এনরোলমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি
গতকাল অর্থাৎ ১৮ জন 2025 এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্টের সময়সূচি (WBCHSE Notice)WBCHSE Notice জানানো হয়েছে। এই বছর প্রথমবারের জন্য সেমিস্টার পদ্ধতির আওতায় আসতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই প্রথম ধাপ তৃতীয় সেমিস্টার। তাই ছাত্র-ছাত্রীদের অবশ্যই অত্যন্ত সচেতনতার সাথে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে। তাহলে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এনরোলমেন্ট চলবে? কতদিন পর্যন্ত সংশোধন করতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক।
তৃতীয় সেমিস্টারে এনরোলমেন্ট এর সময়সূচী (WBCHSE Notice)
- অনলাইন ফর্ম ফিলাপ- ৭ জুলাই ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত।
- রেজিস্ট্রেশনের চেক লিস্ট প্রকাশ- ১১ জুলাই ২০২৫।
- চেকলিস্ট সংশোধন করার শেষ তারিখ- ২৮ জুলাই ২০২৫।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য WBCHSE Notice
মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর শুরু হয়েছে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের ওবিসি মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত রাখা হয়েছিল একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের ভর্তি। তবে এবার আবারো সেই ভর্তি শুরু হয়েছে। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কোনো রকম নির্দিষ্ট মূল্য ছিল না। প্রতিটি শিক্ষা কেন্দ্রের তরফে আলাদা আলাদা ফি নির্ধারণ করা হতো। তবে এবার সংসদের পক্ষ থেকে রাজ্য সরকারের অধীনে থাকা প্রতিটি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির ফি নিশ্চিত করে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি সেমিস্টারে প্রত্যেকটি ছাত্র-ছাত্রী পিছু ৭০ টাকা করে আবেদন মূল্য নিতে পারবে প্রতিষ্ঠান গুলি।
প্রসঙ্গত, একাদশ শ্রেণির প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পাশাপাশি সমস্ত সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও এই ফি নির্দিষ্ট থাকবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম (WBCHSE Notice) লাগু করা হলো। উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য এই বিজ্ঞপ্তি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য অবশ্যই নিতে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।