মাধ্যমিক পাশে ব্যাংকে নিয়োগের দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। সম্প্রতি কেন্দ্র সরকারের অন্তর্গত ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে স্থানীয় অফিসে বেশ কয়েকটি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম সপ্তম শ্রেণী পাস যোগ্যতা থেকে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে যোগ্যতা অনুসারে আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ হচ্ছে। তাই ব্যাংকের চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। প্রতিটি পদ অনুসারে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ আলোচনা রইল এই প্রতিবেদনে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে-
- ফ্যাকাল্টি,
- অফিস অ্যাসিস্ট্যান্ট,
- অ্যাটেন্ডার,
- গার্ডেনার।
পদ অনুসারে আবেদনের যোগ্যতা:
১) ফ্যাকাল্টি- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ের গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। সমাজবিদ্যা, মনোবিদ্যা অথবা সমাজসেবা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী কিংবা বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এর পাশাপাশি স্থানীয় ভাষায় টাইপিং এর দক্ষতা এবং ইংরেজি ও হিন্দি ভাষা জানা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিপ্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
২) অফিস আসিস্টান্ট- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে এবং ইংরেজি ও স্থানীয় ভাষায় দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
৩) অ্যাটেন্ডার- ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এই পদে আবেদন জানানো যাবে। ২২ বছর থেকে ৪০ বছরের চাকরি প্রার্থীরা অ্যাটেন্ডার পদে আবেদন জানাতে পারবেন। চাকরি প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।
৪) গার্ডেনার- ন্যূনতম যোগ্যতা অর্থাৎ অন্ততপক্ষে সপ্তম শ্রেণী পাস করেছেন, এমন চাকরি প্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে ব্যাংকের এই পদের কাজ করার জন্য এগ্রিকালচার, হর্টিকালচার বা গার্ডেনিং বিষয়ে আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদেও ২২ বছর থেকে ৪০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন।
চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল
পদ অনুসারে মাসিক বেতন
- ফ্যাকাল্টি- ৩০,০০০/- টাকা।
- অফিস এসিস্ট্যান্ট- ২০,০০০/- টাকা।
- অ্যাটেন্ডার- ১৪,০০০/- টাকা।
- গার্ডেনার- ১২,০০০/- টাকা।
চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি
প্রতিদিন ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। উত্তর প্রদেশ রাজ্যের গাজীপুর ব্রাঞ্চে এই নিয়োগটি হচ্ছে। ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বায়োডাটা, সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ এবং গুরুত্বপূর্ণ নথি ও পাসপোর্ট সাইজ রঙিন ছবির সাথে আবেদন পত্র একটি মুখবন্ধ খামে করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা ০২/০৭/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Regional Coordinator RSETI, c/o Union Bank of India, Regional Office Ghazipur Shubhra Complex, First Floor, Mahuabagh, Ghazipur-233001.
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.