চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিভিন্ন পদে কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ চলছে, ন্যূনতম যোগ্যতায় আবেদনের সুযোগ!

বেশ কয়েকটি শূন্য পদে কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) এ ন্যূনতম যোগ্যতা থেকে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা একের বেশি পদে আবেদন জানাতে পারবেন। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, ইতিমধ্যেই এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এখানে চুক্তিভিত্তিক পদে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি আলোচনা করা হল।

[quads id=21]

নিয়োগকারী সংস্থা- ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)।

পদের নাম- ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ফুড বেরিয়ার, রাঁধুনি, রেডিওথেরাপি টেকনিশিয়ান, EMT টেকনিশিয়ান, PCM ও OT টেকনোলজিস্ট।

মোট শূন্য পদের সংখ্যা- ৩০টি।

পদ অনুসারে মাসিক বেতন

  • ড্রাইভার- এই পদে মোট ৫জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। যেখানে প্রতিটি নিযুক্ত কর্মী ২২,৫০৬ টাকা বেতন পাবেন।
  • ইলেকট্রিশিয়ান- প্রতিমাসে ২২,৫০৬ টাকা বেতনে এই পদে একজন যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে।
  • ফুড বেরিয়ার বা খাদ্য বহনকারী- সংস্থার ক্যান্টিন এর কার্যক্রম নির্বাহের জন্য মোট ২ জন ফুড বেরিয়ার নিয়োগ করা হবে। নিয়োগের পর কর্মীদের প্রতি মাসে ২০,৯৩০ টাকা বেতন হবে।
  • রাঁধুনি- প্রতিমাসে ২০,৯৩০ টাকা বেতনেই একজন অভিজ্ঞ রাঁধুনিকে নিয়োগ করা হবে।

[quads id=21]

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ

  • রেডিওথেরাপি টেকনিশিয়ান- উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য এই পদটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। এখানে দুইজন যোগ্য এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। নিযুক্ত কর্মীর প্রতি মাসের বেতন হবে ৪০,৭১০ টাকা।
  • EMT টেকনিশিয়ান- EMT এর বিভিন্ন কাজে পারদর্শী কর্মীদের মধ্যে থেকে মোট তিনজন যোগ্য চাকরিপ্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে। নিযুক্ত কর্মীর মাসিক বেতন ২৫,৫০৬ টাকা হবে।
  • PCM- এই পদে নিযুক্ত মোট চারজন কর্মীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
  • OT টেকনোলজিস্ট- OT র বিভিন্ন কাজ পরিচালনা এবং নির্বাহের জন্য মোট ১২ জন ওটি টেকনোলজিস্ট নিযুক্ত করা হচ্ছে। যাদের প্রতি মাসের বেতন হবে ৩৩,৫৮০ টাকা।

[quads id=21]

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু

শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদ অনুসারে পদের কার্যক্রম নির্বাহের জন্য যোগ্য এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে BECIL। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

কর্মস্থল- প্রতিটি নিযুক্ত কর্মীকে নয়া দিল্লির BECIL অফিসে গিয়ে কাজ করতে হবে।

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে অনলাইন মাধ্যম ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ইচ্ছুক চাকরি প্রার্থীরা https://www.becil.com/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ অপশনটি বেছে নিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদন জানাতে পারবেন। আবেদনের আগে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। এরপর বলে দেওয়া পদ্ধতি মেনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। ইচ্ছুক আবেদনকারীরা জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ