এক নজরে
WB Student Credit Card: পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রায় দুমাস হতে চলল। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে থেকে প্রচুর ছাত্র-ছাত্রী রয়েছেন যারা উচ্চ শিক্ষার জন্য পেশাগত কোর্সে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন। অথবা অনেক সময় বিদেশে গিয়ে লেখাপড়া করার ইছেও থাকে অনেক ছাত্রছাত্রীর। তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে অনেক সময়ই সেই স্বপ্ন পূরণ হয় না। এবারে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সমস্ত রকমের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। স্নাতক, স্নাতকোত্তর থেকে গবেষণামূলক পড়াশোনা সব ক্ষেত্রেই এবার ঋণ দেবে রাজ্য সরকার। অনেক ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এই শিক্ষা সংক্রান্ত ঋণ সম্পর্কে বিশদে জানেন না, তাদের জন্যই EXAM BANGLA র তরফে এই প্রকল্প সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
WB Student Credit Card
রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ২০২১ সাল থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এর মাধ্যমে প্রতিবছর স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিকভাবে সাহায্য করে রাজ্য। কলেজের বা বিশ্ববিদ্যালয়ের খরচের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী যেমন বই কেনা, টিউশন ফি, মোবাইল বা ল্যাপটপের খরচ সমস্ত কিছুই বহন করা যায় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে।
WB Student Credit Card এর মাধ্যমে কত টাকা ঋণ নেওয়া যায়?
পশ্চিমবঙ্গ রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণের সুবিধা দেওয়া হয়। ছাত্র ছাত্রীর ব্যাংক থেকে প্রতি সেমিস্টার ভিত্তিতে বা শিক্ষাবর্ষার উপর নির্ভর করে এই টাকা সরাসরি কলেজ বা বিশ্ববিদ্যালয় পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় অতিরিক্ত বিভিন্ন খরচ যেমন বই কেনা বা ল্যাপটপ কেনার জন্য আলাদা করেও টাকা তুলতে পারেন ছাত্র-ছাত্রীরা।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
কাদের জন্য এই ঋণের ব্যবস্থা?
অন্যান্য এডুকেশনাল লোন বা পার্সোনাল লোন এর থেকে বেশ কিছুটা আলাদা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছেন, তারাই এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন। এমনকি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রী, কিংবা উচ্চ মাধ্যমিকের পর যে কোন বিষয় নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিতে পারেন। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা অন্যান্য পেশাদারী পড়াশোনার ক্ষেত্রেও এই কার্ড থেকে লোন নেওয়া যায়। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে থেকে পড়াশোনা করার জন্য এই ঋণ পাওয়া যায়, এমনটা কিন্তু একেবারেই নয়। পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ সমগ্র ভারতবর্ষের যেকোনো জায়গায় গিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে এই ঋণ নিতে পারেন। এর পাশাপাশি কোন ছাত্র-ছাত্রী যদি বিদেশে গিয়ে তার উচ্চশিক্ষা নিতে চায়, সেই ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে লোন নেওয়ার সুযোগ থাকে।
WB Student Credit Card এ আবেদনের যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্ম থেকে স্থায়ী বাসিন্দা না হলেও অন্ততপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
৩) পরবর্তী পড়াশোনার জন্য কোন একাডেমিতে ভর্তি হয়েছেন, এমন ছাত্রছাত্রীরা এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ রেজিস্ট্রেশন এর তারিখে পরিবর্তন আনল সংসদ, কবে থেকে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন শুরু?
কীভাবে ঋণ দেওয়া হয়?
ছাত্রছাত্রীরা এই ক্রেডিট কার্ডের আবেদনের পর তাদের আবেদনটি প্রথমে প্রতিষ্ঠানের তরফে যাচাই করা হয়। এরপর সেই যাচাই করা আবেদন পত্র সরাসরি উচ্চশিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়। তারপরে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে অনুমোদনের জন্য সমস্ত কাগজপত্র পাঠালে সেখানে প্রসেসিং হয় এবং তারপর রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে পড়ুয়ার কাছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাঠানো হয়। এই ক্রেডিট কার্ড থেকে ঋণ নিলে, প্রতিটি পরীক্ষা বা সেমিস্টার শেষে ছাত্রছাত্রীকে তাদের প্রোগ্রেস রিপোর্ট পোর্টালে জমা করতে হয়।
ক্রেডিট কার্ডের ঋণ কীভাবে শোধ করতে হবে?
অনেক সময় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিলে কতদিনের মধ্যে সেই টাকা শোধ করতে হবে বা কিভাবে শোধ করবে, এই সমস্ত প্রশ্ন নিয়ে দ্বিধায় থাকে ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ঋণ নিলে, ছাত্র ছাত্রীর পড়াশোনা শেষ হওয়া কিংবা চাকরি পাওয়ার এক বছরের পর থেকে প্রতিমাসে ঋণের টাকা মেটাতে হয়। ন্যূনতম ৪ শতাংশ সুদ দিয়ে ছাত্র-ছাত্রীরা চাইলে পর্যাপ্ত সময়ের আগেই সম্পূর্ণ ঋণের টাকা শোধ করে দিতে পারেন।
আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ রাজ্যের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে (WB Student Credit Card) আবেদন জানানোর জন্য www.wb.gov.in, https://banglaruchachashiksha.wb.gov.in, https://wbscc.wb.gov.in এই ওয়েবসাইট গুলির মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি ইউনিক আইডি পেয়ে যাবেন ওই পড়ুয়া। এরপর সংশ্লিষ্ট পোর্টাল থেকেই অনলাইনে নিজের আইডি দিয়ে লগইন করে আবেদনের সমস্ত তথ্য পূরণ করে জমা করতে হবে। ছাত্র-ছাত্রীরা তাদের কোর্স চলাকালীন যেকোনো সময়েই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।